Home> প্রযুক্তি
Advertisement

ইন্টারনেট ছাড়াই চলবে গুগল!

গুগল বলেই হয়ত সম্ভব! এতদিন পর্যন্ত এমনকি এখনও পর্যন্ত গুগল সার্চ করতে প্রয়োজন হয় ইন্টারনেট পরিষেবার। তবে আগামী কয়েকদিনের মধ্যেই গুগল নিয়ে আসতে চলেছে এমন এক অত্যাধুনিক পরিষেবা যার মাধ্যমে একজন স্মার্টফোন ব্যবহারকারী গ্রাহক কোনও রকম ইন্টারনেট সংযোগ ছাড়াই অনায়েসেই ব্যবহার করতে পারবেন গুগল সার্চ। আর এইভাবেই গোটা বিশ্বে ব্যবহার আরও বাড়বে এই সার্চ ইঞ্জিনের, এমনটাই মনে করছে গুগল। 

ইন্টারনেট ছাড়াই চলবে গুগল!

ওয়েব ডেস্ক: গুগল বলেই হয়ত সম্ভব! এতদিন পর্যন্ত এমনকি এখনও পর্যন্ত গুগল সার্চ করতে প্রয়োজন হয় ইন্টারনেট পরিষেবার। তবে আগামী কয়েকদিনের মধ্যেই গুগল নিয়ে আসতে চলেছে এমন এক অত্যাধুনিক পরিষেবা যার মাধ্যমে একজন স্মার্টফোন ব্যবহারকারী গ্রাহক কোনও রকম ইন্টারনেট সংযোগ ছাড়াই অনায়েসেই ব্যবহার করতে পারবেন গুগল সার্চ। আর এইভাবেই গোটা বিশ্বে ব্যবহার আরও বাড়বে এই সার্চ ইঞ্জিনের, এমনটাই মনে করছে গুগল। 

 

গোটা বিশ্বে গুগলই এখন সবথেকে পরিচিত এবং ব্যবহারিক সার্চ ইঞ্জিন। ভারত তো বটেই ব্রাজিল, আমেরিকা সহ বিশ্বের সর্বত্র এর ব্যবহার বাড়ছেই। উল্লেখ্য, কেবল চিনেই চলে না গুগল। যেকোনও স্মার্টফোন ব্যবহারকারীই আন্ড্রয়েড ভার্সন এবং গুগল অ্যাপ আপডেট করলেই উপভোগ করতে পারবেন ইন্টারনেট ছাড়া সার্চ ইঞ্জিন ব্যবহার করার পরিষেবা। 

Read More