Home> প্রযুক্তি
Advertisement

৮৪ জিবি ডেটা প্ল্যান, জেনে নিন কোন টেলিকমের ইন্টারনেট পরিষেবায় সবথেকে লাভবান হবেন আপনি?

৮৪ জিবি ডেটা প্ল্যান, জেনে নিন কোন টেলিকমের ইন্টারনেট পরিষেবায় সবথেকে লাভবান হবেন আপনি?

ওয়েব ডেস্ক: ভারত জুড়ে চলছে 'নেট শাসন'। দেশ এই দশকে কেবল ৭৫ তম 'ভারত ছাড়ো আন্দোলন দিবসে'র সেলিব্রেশনই করছে না, এই সময়ে দেশবাসীর কাছে আছে বিশ্বের অন্যতম বৃহৎ নেট ব্যবহারকারী দেশ হওয়ার তকমা। সৌজন্যে রিলায়েন্সের জিও বিল্পব। গত বছরের শেষের সময় থেকে ভারতের শরীরে যে 'নেট বাতাস' লেগেছে তার দোলায় এখন চলছে নেট দুনিয়ার শাসক হওয়ার ধুন্ধুমার লড়াই। প্রতিযোগিতায় কেউ কাউকে এক চুলও জায়গা ছাড় দিতে রাজি নয়। ভারতের সব থেকে বড় টেলিকম নেটওয়ার্ক ভারতী এয়ারটেল থেকে শুরু করে রিলায়েন্স জিও, ভোডাফোন, আইডিয়া, এয়ারসেল সবাই নেমেছে ডেটা যুদ্ধে। আর এই যুদ্ধে সবথেকে লাভবান হবে নাকি নেট ব্যবহারকারীরাই, এমনই দাবি টেলিকম দুনিয়ার। তাহলে আর দেরি কেন, জেনে নিন, কোন টেলিকমের ইন্টারনেট পরিষেবায় সবথেকে লাভবান আপনি? 

এয়ারটেল: 
দাম- ৩৯৯ টাকা (৮৪ জিবি ডেটা, ৮৪ দিনেরই বৈধতা)

রিলায়েন্স জিও: 
দাম- ৩৯৯ টাকা (৮৪ জিবি ডেটা, ৮৪ দিনেরই বৈধতা)

ভোডাফোন: 
দাম- ৩৫২ টাকা (৮৪ জিবি ডেটা, ৮৪ দিনেরই বৈধতা)

আইডিয়া:
দাম- ৪৫৩ টাকা (৮৪ জিবি ডেটা, ৮৪ দিনেরই বৈধতা)

এয়ারসেল: 
দাম- ৩৪৮ টাকা (৮৪ জিবি ডেটা, প্রতিদিন এক জিবি করে ডেটা ব্যবহারের সুযোগ)
           

Read More