Home> প্রযুক্তি
Advertisement

এবার অনলাইন টিভি সার্ভিসও দেবে অ্যাপেল!

আইপ্যাড, আইপড, আইফোন, ম্যাকবুক, স্মার্ট ঘড়ির পর  এবার টিভি সার্ভিসেও আধিপত্য বিস্তারের পথে অ্যাপেল। ওয়াল স্ট্রির্ট জার্নাল অনুযায়ী আগামী শরতেই একটি স্লিমড-ডাউন টিভি নেটওয়ার্ক বান্ডল নিয়ে আস্তে চলেছে টিম কুকের কোম্পানি।

এবার অনলাইন টিভি সার্ভিসও দেবে অ্যাপেল!

ওয়েব ডেস্ক: আইপ্যাড, আইপড, আইফোন, ম্যাকবুক, স্মার্ট ঘড়ির পর  এবার টিভি সার্ভিসেও আধিপত্য বিস্তারের পথে অ্যাপেল। ওয়াল স্ট্রির্ট জার্নাল অনুযায়ী আগামী শরতেই একটি স্লিমড-ডাউন টিভি নেটওয়ার্ক বান্ডল নিয়ে আস্তে চলেছে টিম কুকের কোম্পানি।

এই সার্ভিসে মোটামুটি ২৫টি চ্যানেল থাকবে। এবিসি, সিবিসি, ফক্সের মত চ্যানেল। অ্যাপেলের আইওএস অপেরেটিং সার্ভিসভভুক্ত সমস্ত ডিভাইসে মিলবে এই সুবিধা। এই নেটওয়ার্ক বান্ডিল পাওয়া যাবে আইপ্যাড, আইপড, আইফোন ও অ্যাপেল টিভি সেট-টপ বক্সে।

স্ট্রান্ডার্ড কেবল টিভি প্যাকেজের জন্য এই মুহূর্তে ওয়াল্ট ডিজনি, সিবিএস কর্প ও টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ফক্সের সঙ্গে কথা বলছে অ্যাপেল।

অ্যাপেলের এই নয়া সার্ভিস পেতে মাসে ভারতীয় মুদ্রায় ১৮৮৩.৪০ টাকা থেকে ২৫১১.৬০ টাকা পর্যন্ত খসাতে হতে পারে। জুন মাসে প্রকাশ্যে অ্যাপেল এই সার্ভিসের ঘোষণা করবে বলে দাবি ওয়াল স্ট্রিট জার্নালের। বাজারে চলে আসবে সেপ্টেম্বরে।

তবে এই বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ অ্যাপেল কর্তৃপক্ষ। মুখে কুলুপ এঁটেছে সিবিএস আর ফক্সও।

 

Read More