Home> প্রযুক্তি
Advertisement

ঝকঝকে স্পেসিফিকেশন, শক্তিশালী প্রসেসর-সহ লঞ্চ হল ViVO Nex 3S 5G

ফোনটির পিছনে রয়েছে ট্রিপল ক্যামেরা ও সামনে রয়েছে পপ-আপ ডুয়াল ক্যামেরা।

ঝকঝকে স্পেসিফিকেশন, শক্তিশালী প্রসেসর-সহ লঞ্চ হল ViVO Nex 3S 5G

নিজস্ব প্রতিবেদন: লঞ্চ হল ViVO Nex 3S 5G। গত বছর লঞ্চ হয়েছিল Vivo Nex3 আর এ বছর বাজারে এল ViVO Nex 3S 5G।Vivo Nex 3- এর পরে Nex সিরিজের এই প্রথম কোনও ফোন নিয়ে এল  Vivo। এই ফোনে রয়েছে ক্যামেরার বাহার। ফোনটির পিছনে রয়েছে ট্রিপল ক্যামেরা ও সামনে রয়েছে পপ-আপ ডুয়াল ক্যামেরা। ভারতে এখনও লঞ্চ না হলেও চিনে লঞ্চ করেছে এই ফোন এবং লঞ্চের পর থেকেই গ্রাহক মহলে সাড়া ফেলে দিয়েছে ViVO Nex 3S 5G।

ViVO Nex 3S 5G-এর স্পেসিফিকেশন:

১) Vivo Nex 3S 5G তে Android 10 অপারেটিং সিস্টেম চলবে।

২) ফোনটিতে রয়েছে UFS 3.1 স্টোরেজ।

৩) ডুয়াল মোড 5G কানেক্টিভিটি।

৪) এই ফোনে রয়েছে ৬.৮৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস ওয়াটারফল অ্যামোলেড ডিসপ্লে।

৫) Qualcomm Snapdragon 865 চিপসেটে চলবে এই ফোন।

৬) ফোনের পিছনের ট্রিপল ক্যামেরায় রয়েছে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে রয়েছে ১৩ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর ১৩ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা।

৭) ফোনটির মধ্যে রয়েছে যে কোনও ছবি তোলার সময় ২০ গুন জুম করার সুবিধা।

৮) ডুয়ালসেলফি ক্যামেরায় রয়েছে ১৬ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা।

৯) ফোনের ভিতরে রয়েছে ৪,৫০০ mAh ব্যাটারি ও 44W ফাস্ট চার্জ সাপোর্ট।

ViVO Nex 3S 5G-এর দাম:

৮GB RAM + ২৫৬GB স্টোরেজে Vivo Nex 3S 5G -র দাম ভারতের মূল্যে প্রায় ৫০,০০০ টাকা। ১২GB RAM + ২৫৬GB স্টোরেজে এই ফোন কিনতে লাগবে প্রায় ৫৩,০০০ টাকা।

নীল, কালো ও কমলা রঙে চিনে লঞ্চ হয়ে গেছে এই ফোন। ভারতে কবে লঞ্চ করবে এই ফোন সে সম্পর্কে কোনও তথ্য এপর্যন্ত পাওয়া যায়নি।

Read More