Home> প্রযুক্তি
Advertisement

হোয়াটস অ্যাপে ভিডিও কল করে বিপাকে পড়ছেন না তো?

ফেসবুকে অনেকদিন ধরেই চালু রয়েছে ভিডি কলিং ফিচার্স। আর সম্প্রতি তা যোগ করা হয়েছে হোয়াটস অ্যাপে। আর তা যুক্ত করার সঙ্গে সঙ্গেই হ্যাকারদের ফাঁদে পড়ল বলে মনে করছে নেটবিশ্ব।

হোয়াটস অ্যাপে ভিডিও কল করে বিপাকে পড়ছেন না তো?

ওয়েব ডেস্ক : ফেসবুকে অনেকদিন ধরেই চালু রয়েছে ভিডি কলিং ফিচার্স। আর সম্প্রতি তা যোগ করা হয়েছে হোয়াটস অ্যাপে। আর তা যুক্ত করার সঙ্গে সঙ্গেই হ্যাকারদের ফাঁদে পড়ল বলে মনে করছে নেটবিশ্ব।

দিন কয়েক আগেই হোয়াটস অ্যাপ এই নতুন ফিচারর্সটি তাদের নেটওয়ার্কে চালু করেছে। এখনও বিশ্বের প্রতিটি দেশে তা চালু না করা গেলেও খুব তাড়াতাড়ি তা করা হবে বলে এই অনলাইল চ্যাটিং অ্যাপ সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।

তবে, নতুন এই ফিচার্সটি চালু হওয়ার কয়েকদিনের মধ্যেই দেখা দিয়েছে আশঙ্কা। কারণ হ্যাকাররা ইতিমধ্যেই সেই ফিচার্সটিকে কাজে লাগিয়ে অনেক অ্যাকাউন্ট হ্যাক করে বসে রয়েছে। তাই এখনই সাবধান হন।

কি করে বুঝবেন আপনি হ্যাকারদের শিকার?

১) যদি দেখতে পান একটি বিজ্ঞাপন এসেছে আপনার মোবাইলে যেখানে হোয়াটস অ্যাপ অ্যাকটিভ করার জন্য একটি লিঙ্কও দেওয়া হয়েছে।
২) যদি দেখতে পান আপনার কাছে এই ম্যাসেজটি এসেছে "You're invited to try WhatsApp Video Calling feature. Only people with the invitation can enable this feature"।
৩) যদি দেখতে পান এই ধরনের একটি বিজ্ঞাপন এসেছে-

fallbacks

এখনই সাবধান হন আর নিজের হোয়াটস অ্যাপ কে সুরক্ষিত করুন।

Read More