Home> প্রযুক্তি
Advertisement

Jio-কে টেক্কা দিতে ৯৮ টাকার প্রিপেড প্ল্যানে দ্বিগুণ ডেটা দিচ্ছে Airtel!

এছাড়াও অন্যান্য কয়েকটি নির্দিষ্ট প্রিপেড প্ল্যানে আগের চেয়ে অনেকটাই বেশি টকটাইম দিচ্ছে গুরুগ্রামের এই টেলিকম সংস্থাটি।

Jio-কে টেক্কা দিতে ৯৮ টাকার প্রিপেড প্ল্যানে দ্বিগুণ ডেটা দিচ্ছে Airtel!

নিজস্ব প্রতিবেদন: প্রিপেড গ্রাহকদের ১০১ টাকার প্ল্যানে ১২ জিবি হাইস্পিড ডেটা দিচ্ছে মুকেশ আম্বানির সংস্থা Jio। এ বার Jio-কে টেক্কা দিতে ৯৮ টাকার প্রিপেড প্ল্যানে ডেটার পরিমাণ দ্বিগুণ বাড়িয়ে দিল Airtel!

আগে Airtel-এর ৯৮ টাকার প্রিপেড প্ল্যানে গ্রাহকরা ৬ জিবি ডেটা ব্যবহারের সুযোগ পেতেন। এ বার ওই একই রিচার্জে ৬ জিবির পরিবর্তে ১২ জিবি হাইস্পিড ডেটা পাবেন Airtel প্রিপেড গ্রাহকরা। তবে এই ৯৮ টাকার প্রিপেড প্ল্যানে কোনও ভয়েস কলিং বা এসএমএস ব্যবহারের সুবিধা থাকছে না।

Jio-র ১০১ টাকার প্ল্যানে কোনও ভ্যালিডিটি নেই। অ্যাকটিভ প্রিপেড প্ল্যানের উপর ‘অ্যাড অন’ হিসাবে কাজ করবে এই ১০১ টাকার রিচার্জ। তবে Airtel-এর ৯৮ টাকার প্রিপেড প্ল্যানে গ্রাহকরা ২৮ দিনের ভ্যালিডিটি পাবেন।

আরও পড়ুন: অফিসে আসতে হবে না; বাড়ি থেকেই ‘আজীবন’ কাজ করুন, কর্মীদের জানিয়ে দিল এই সংস্থা

৯৮ টাকার প্রিপেড প্ল্যান ছাড়াও Airtel-এর ৫০০ টাকা, ১,০০০ টাকা ও ৫,০০০ টাকা রিচার্জে আগের থেকে অনেক বেশি টকটাইম দিচ্ছে গুরুগ্রামের এই টেলিকম সংস্থাটি। যেমন, ৫০০ টাকার রিচার্জে আগে ৪২৩.৭৩ টাকার টকটাইম পাওয়া যেত। এখন ৫০০ টাকার রিচার্জে Airtel গ্রাহকরা পাবেন ৪৮০ টাকার টকটাইম। এছাড়া, ১,০০০ টাকার রিচার্জে ৯৬০ টাকার আর ৫,০০০ টাকার রিচার্জে ৪,৮০০ টাকার টকটাইম পাবেন Airtel গ্রাহকরা।

Read More