Home> প্রযুক্তি
Advertisement

করোনায় জেরবার গোটা বিশ্ব, এরই মধ্যেই 5G ফোন লঞ্চ করল Oppo

চিনের মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে এই ফোনের টিজার সামনে এসেছে। 

করোনায় জেরবার গোটা বিশ্ব, এরই মধ্যেই 5G ফোন লঞ্চ করল Oppo

নিজস্ব প্রতিনিধি— সারা বিশ্বে চলছে করোনার তাণ্ডব। আর তার মধ্যেই একের পর এক ফোন লঞ্চ করছে চিনে। আগামী সপ্তাহে চিনে লঞ্চ হতে পারে Oppo-র নতুন মডেল Oppo Ace 2। 5G কানেক্টিভিটি নিয়ে আসছে এই ফোন। কিন্তু লঞ্চ হওয়ার আগেই চিনের মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে এই ফোনের টিজার সামনে এসেছে। যার মাধ্যমে জানা গিয়েছে এই ফোনের কিছু স্পেসিফিকেশন। আসুন তা দেখে নেওয়া যাক। 

আরও পড়ুন— করোনা নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর পান বাংলায়, স্মার্টফোন থেকেই! নয়া আবিষ্কার বাঙালি যুবকের

Oppo Ace 2 এর স্পেসিফিকেশন: 

১) এই ফোনের ভিতরে থাকছে Snapdragon 865 চিপসেট।

২) ফোনে Android 10 অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।

৩) দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন। ৮ জিবি RAM সহ ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। এবং  ১২ জিবি RAM সহ ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।

৪) ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ক্যামেরা + ৮ মেগাপিক্সেল ক্যামেরা + ২ মেগাপিক্সেল ক্যামেরা + ২ মেগাপিক্সেল ক্যামেরা। আর সামনে থাকছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

৫) ৬.৫ ইঞ্চির ডিসপ্লে থাকছে এই ফোনে।

৬) ডিসপ্লের উপরে থাকছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর।

৭) ৪০০০ ব্যাটারি থাকছে এই ফোনে। এর সঙ্গে থাকছে 65W Super VOOC 2.0 ফাস্ট চার্জিং সাপোর্ট।

৮) এই ফোনের ওজন ১৮৫ গ্রাম।

Read More