Home> প্রযুক্তি
Advertisement

একটা ছবিতেই ২৭ দেশে 'সুন্দর'-এর ২৭ সংজ্ঞা

'সুন্দর' কেবলমাত্র ব্যাখ্যা করা যায় চোখ দিয়েই। চোখের দর্শনে বদলায় সুন্দরের সংজ্ঞা। বদলে যাওয়া, পাল্টে যাওয়া সুন্দরের সংজ্ঞা, অথবা এক এক দেশে সুন্দরের ভিন্ন ধারনা, এমনই একটা পর্যবেক্ষণ চালিয়েছেন সাংবাদিক Esther Hoing। একটি ২৪ বছরের রেডিও সাংবাদিক Esther Hoing, নিজের ছবি তুলে ২৭ দেশের ২৭জন পেশাদার ফটোগ্রাফারকে পাঠায় এবং তাঁদেরকে বলা হয় নিজের মত সম্পাদনা করে, 'আমাকে সুন্দর করে দাও'। এরপর ফলাফল যা এল, তা দেখে আশ্চর্য হওয়া ছাড়া উপায় নেই। সাংবাদিকের ছবির ওপর এক একজন এত বদল এনেছেন, যেখানে বদলে গিয়েছে তাঁর পরিচিতি সত্ত্বাও। ফটোশপের কারসাজিতে বদলেছে চেহারার ধরন। নাকের আকার পরিবর্তন, চুলের স্টাইল, চোখে নানান ধরনের কারসাজিতে একেবারে পাল্টে গিয়েছে সাংবাদিক Esther Hoing-এর ছবি। দেখুন সেই ছবি-

একটা ছবিতেই ২৭ দেশে 'সুন্দর'-এর ২৭ সংজ্ঞা

ওয়েব ডেস্ক: 'সুন্দর' কেবলমাত্র ব্যাখ্যা করা যায় চোখ দিয়েই। চোখের দর্শনে বদলায় সুন্দরের সংজ্ঞা। বদলে যাওয়া, পাল্টে যাওয়া সুন্দরের সংজ্ঞা, অথবা এক এক দেশে সুন্দরের ভিন্ন ধারনা, এমনই একটা পর্যবেক্ষণ চালিয়েছেন সাংবাদিক Esther Hoing। একটি ২৪ বছরের রেডিও সাংবাদিক Esther Hoing, নিজের ছবি তুলে ২৭ দেশের ২৭জন পেশাদার ফটোগ্রাফারকে পাঠায় এবং তাঁদেরকে বলা হয় নিজের মত সম্পাদনা করে, 'আমাকে সুন্দর করে দাও'। এরপর ফলাফল যা এল, তা দেখে আশ্চর্য হওয়া ছাড়া উপায় নেই। সাংবাদিকের ছবির ওপর এক একজন এত বদল এনেছেন, যেখানে বদলে গিয়েছে তাঁর পরিচিতি সত্ত্বাও। ফটোশপের কারসাজিতে বদলেছে চেহারার ধরন। নাকের আকার পরিবর্তন, চুলের স্টাইল, চোখে নানান ধরনের কারসাজিতে একেবারে পাল্টে গিয়েছে সাংবাদিক Esther Hoing-এর ছবি। দেখুন সেই ছবি-

fallbacks

fallbacks

Read More