Home> রাজ্য
Advertisement

চুরির অপবাদে আত্মঘাতী যুবক

বকেয়া বেতন চাইতে গিয়ে চুরির অপবাদ। বাড়িতে পুলিসি তল্লাসি। অপমানে আত্মঘাতী যুবক। অভিযোগ আসানসোলের রূপনারায়ণপুরে। স্থানীয় একটি লজে কাজ করতেন আত্মঘাতী যুবক প্রাণেশ বাউরি। অভিযোগ, তিন মাসের বকেয়া বেতন চাওয়ায় লজ মালিক বিশ্বনাথ রুজ তাঁর বিরুদ্ধে চুরির অপবাদ দেন। লজের অন্য কর্মীদের নিয়ে কাল রাতে পুলিস প্রশান্তর বাড়িতে তল্লাসি চালায়। অপমানে প্রাণেশ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে বাড়ির লোকের অভিযোগ। দোষীদের শাস্তির দাবিতে রূপনারায়ণপুর ফাঁড়িতে বিক্ষোভ দেখান তাঁরা। সালানপুর থানার পুলিস তদন্ত শুরু করেছে। ঘটনার পর থেকেই লজ বন্ধ। খোঁজ নেই লজ মালিকের।

চুরির অপবাদে আত্মঘাতী যুবক

ওয়েব ডেস্ক: বকেয়া বেতন চাইতে গিয়ে চুরির অপবাদ। বাড়িতে পুলিসি তল্লাসি। অপমানে আত্মঘাতী যুবক। অভিযোগ আসানসোলের রূপনারায়ণপুরে। স্থানীয় একটি লজে কাজ করতেন আত্মঘাতী যুবক প্রাণেশ বাউরি। অভিযোগ, তিন মাসের বকেয়া বেতন চাওয়ায় লজ মালিক বিশ্বনাথ রুজ তাঁর বিরুদ্ধে চুরির অপবাদ দেন। লজের অন্য কর্মীদের নিয়ে কাল রাতে পুলিস প্রশান্তর বাড়িতে তল্লাসি চালায়। অপমানে প্রাণেশ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে বাড়ির লোকের অভিযোগ। দোষীদের শাস্তির দাবিতে রূপনারায়ণপুর ফাঁড়িতে বিক্ষোভ দেখান তাঁরা। সালানপুর থানার পুলিস তদন্ত শুরু করেছে। ঘটনার পর থেকেই লজ বন্ধ। খোঁজ নেই লজ মালিকের।

মহাকাশ থেকে রাতের বেলায় কেমন লাগে ভারতকে? ছবি প্রকাশ করল নাসা

Read More