Home> রাজ্য
Advertisement

আজ থেকেই শুরু রাজ্য সরকারের নয়া কর্মসূচি 'চলো গ্রামে'

জানা গিয়েছে, জেলার সমস্ত আধিকারিকরা বলাগর ব্লকের বিভিন্ন গ্রাম পর্যবেক্ষণ করবেন। 

আজ থেকেই শুরু রাজ্য সরকারের নয়া কর্মসূচি 'চলো গ্রামে'

নিজস্ব প্রতিবেদন: মুখ্যসচিবের নির্দেশ ছিলই। এবার সেই নির্দেশকে বাস্তবায়িত করতে রাজ্য সরকারের নতুন কর্মসূচি 'চলো গ্রামে'। আজ বৃহস্পতিবার থেকে শুরু হল এই কর্মসূচী। ১২ ডিসেম্বর ও শুক্রবার ১৩ ডিসেম্বর হুগলির জেলাশাসকের নেতৃত্বে জনগণের কাছে বিভিন্ন প্রকার সরকারি পরিষেবা আরও ভাল ভাবে পৌঁছে দিতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন প্রশাসনিক কর্তারা। জানা গিয়েছে, জেলার সমস্ত আধিকারিকরা বলাগর ব্লকের বিভিন্ন গ্রাম পর্যবেক্ষণ করবেন। 

উদ্যোগকে সফল করতে একাধিক প্রয়াস নেওয়া হয়েছে সরকারের তরফে। যার মধ্যে রয়েছে, গণশুনানি, (সরাসারি অভিযোগ শোনা ও সমাধান করা), বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা প্রদান শিবির ও পরিষেবার পরিদর্শন।, পাশাপাশি জেলা শাসক এবং অন্যান্য আধিকারিকরা রাত্রিযাপন করবেন জেলার গ্রামগুলিতে। শেষে ব্লক ও গ্রাম পঞ্চায়েতের পদাধিকারীদের সঙ্গে প্রশাসনিক পর্যালোচনা সভার আয়োজন করা হবে।

আরও পড়ুুন: কালিয়াগঞ্জে ঝোপ থেকে উদ্ধার সদ্যজাত কন্যা সন্তান, উধাও বাবা-মা

Read More