Home> রাজ্য
Advertisement

আবারও ঢুকছে পশ্চিমীঝঞ্ঝা, আবহাওয়া বদলের সম্ভবনা আগামী সপ্তাহে

আরও একটি পশ্চিমীঝঞ্ঝা আসছে মঙ্গল-বুধবার নাগাদ জম্মু-কাশ্মীরে। এর জেরে আবারও আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

আবারও ঢুকছে পশ্চিমীঝঞ্ঝা, আবহাওয়া বদলের সম্ভবনা আগামী সপ্তাহে

নিজস্ব প্রতিবেদেন: প্রায় ২ ডিগ্রি বাড়ল তাপমাত্রা। কলকাতায় আজ পরিষ্কার আকাশ। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং-এ বৃষ্টি হতে পারে মঙ্গলবার। সিকিমে বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। অরুণাচল প্রদেশ-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে সকালের দিকে সামান্য কুয়াশাচ্ছন্ন হতে পারে। 

আরও পড়ুন: বৈধ কাগজপত্র নেই, আইনে জটিলতায় বিপাকে বুলবুল বিপর্যস্ত ৫ লক্ষ কৃষকক

দিনের তাপমাত্রা বাড়লেও রাতের তাপমাত্রা খুব বেশি হেরফের হবে না আগামী ৪৮ ঘণ্টায়। উত্তুরে হাওয়া থাকায় আপাতত রাতেও সকালের দিকে হালকা শীতের আমেজ বজায় থাকবে। বেলা যত বাড়বে গরমও বাড়বে।কলকাতায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা  ১৭.১ ডিগ্রি  সেলসিয়াস। স্বাভাবিকের ১ ডিগ্রি নীচে। 

গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি ওপরে। বাতাসে জলীয় বাষ্পের পরমাণ ৩৭-৯৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টি হয়নি।
আরও একটি পশ্চিমীঝঞ্ঝা আসছে মঙ্গল-বুধবার নাগাদ জম্মু-কাশ্মীরে। এর জেরে আবারও আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

Read More