Home> রাজ্য
Advertisement

পশ্চিম মেদিনীপুর জেলার পঞ্চায়েত নির্বাচনের ফলাফল

এক নজরে দেখে নেওয়া যাক পশ্চিম মেদিনীপুর জেলার পঞ্চায়েত নির্বাচনের ফলাফল

পশ্চিম মেদিনীপুর  জেলার পঞ্চায়েত নির্বাচনের ফলাফল

জেলা পরিষদ ⇒ পঞ্চায়েত সমিতি ⇒ গ্রাম পঞ্চায়েত  পশ্চিম মেদিনীপুর

৯৯৬০ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে এই জেলা বিস্তৃত। মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণ-পশ্চিমে সীমান্তেই এই রাজ্য অবস্থিত। গ্রাম বাংলার নিরিখে দক্ষিণ ২৪ পরগনা (৫.৮২ কোটি), মুর্শিদাবাদের (৫.১৩ কোটি) পরই তৃতীয় সর্বাধিক জনবসতি পশ্চিম মেদিনীপুরেই। এই রাজ্যে বাস করে ৪.৫৮ কোটি মানুষ। এই জেলা বন্যাপ্রবণ। বিশেষ করে ঘাটাল এবং খড়গপুর সাব ডিভিশনের প্রায় ১ লাখ ৪২ হাজার ৬৪৭ হেক্টর অঞ্চল বন্যায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। অন্যদিকে ঝাড়গ্রাম এবং মেদিনীপুর সদরকে প্রতি মরসুমেই খরার প্রকোপে পড়তে হয়। এই জেলার সদর দফতর মেদিনীপুর। এছাড়াও এই জেলার উল্লেখযোগ্য শহরগুলি হল- খড়গপুর, বেলদা, ঘাটাল, গড়বেতা, কেশপুর, সবং ইত্যাদি। ২০০৬ সালে কেন্দ্র থেকে এই জেলাকে দেশের ২৫০টি অনুন্নত জেলার মধ্যে চিহ্নিত করা হয়েছিল। বর্তমানে রাজ্যের ১১টি পিছিয়ে পড়া জেলার মধ্যে পশ্চিম মেদিনীপুর একটি, যেখানে স্পেশাল প্যাকেজ (বিআরজিএফ) দেয় রাজ্য।

জেলা পরিষদ: মোট আসন- ৫১ জেলা পরিষদ: মোট আসন- ৫১
২০১৮ ২০১৩
তৃণমূল ৫১ তৃণমূল  ৪৮
বামফ্রন্ট    বামফ্রন্ট
       

 

fallbacks

অন্যান্য জেলার পঞ্চায়েত ফলাফল জানতে ক্লিক করুন -

নদীয়া ।। হুগলি ।। কোচবিহার ।।  মালদহ ।।  জলপাইগুড়ি ।। পূর্ব বর্ধমান ।। পশ্চিম বর্ধমান ।। মুর্শিদাবাদ ।। উত্তর দিনাজপুর ।। দক্ষিণ দিনাজপুর ।। পুরুলিয়া ।। আলিপুরদুয়ার ।। উত্তর ২৪ পরগনা ।। দক্ষিণ ২৪ পরগনা ।। হাওড়া ।। বাঁকুড়া ।। পশ্চিম মেদিনীপুর ।। পূর্ব মেদিনীপুর ।। বীরভূম ।। ঝাড়গ্রাম

  

Read More