Home> রাজ্য
Advertisement

মালদহের পঞ্চায়েত নির্বাচনের ফলাফল

এক নজরে দেখা নেওয়া যাক মালদহে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল

মালদহের পঞ্চায়েত নির্বাচনের ফলাফল

জেলা পরিষদ ⇒ পঞ্চায়েত সমিতি ⇒ গ্রাম পঞ্চায়েত  মালদহ

আমের জেলা মালদহ। এই জেলা থেকে দেশ-বিদেশে পাড়ি দেয় নানা জাতের আম। তবে, ফজলির জন্য প্রসিদ্ধ এই জেলা। আম ছাড়া পাট, সিল্ক-উত্পাদন হয় এখানে। ২০১১ সালের জনগণনা অনুযায়ী প্রায় ৪০ লক্ষ মানুষ বসবাস করেন এই জেলায়। শিক্ষার হার ৬২ শতাংশ। এই জেলায় ৫১ শতাংশ মুসলিম এবং ৪৮ শতাংশ হিন্দু রয়েছে।

জেলা পরিষদ: মোট আসন- ৩৮ জেলা পরিষদ: মোট আসন- ৩৮ জেলা পরিষদ: মোট আসন- ৩৮
২০১৮ ২০১৩ ২০০৮
তৃণমূল ২৯ কংগ্রেস ১৬ বামফ্রন্ট -
বামফ্রন্ট  বামফ্রন্ট ১৬ তৃণমূল -
কংগ্রেস তৃণমূল    
বিজেপি        
অন্যান্য        

 

fallbacks

 

অন্যান্য জেলার পঞ্চায়েত ফলাফল জানতে ক্লিক করুন -

নদীয়া ।। হুগলি ।। কোচবিহার ।।  মালদহ ।।  জলপাইগুড়ি ।। পূর্ব বর্ধমান ।। পশ্চিম বর্ধমান ।। মুর্শিদাবাদ ।। উত্তর দিনাজপুর ।। দক্ষিণ দিনাজপুর ।। পুরুলিয়া ।। আলিপুরদুয়ার ।। উত্তর ২৪ পরগনা ।। দক্ষিণ ২৪ পরগনা ।। হাওড়া ।। বাঁকুড়া ।। পশ্চিম মেদিনীপুর ।। পূর্ব মেদিনীপুর ।। বীরভূম ।। ঝাড়গ্রাম

Read More