Home> রাজ্য
Advertisement

'ছাপ্পা' ভোট দিতে বাধা, পঞ্চায়েত ভোটে মৃতের সংখ্যা বেড়ে ১২

মুর্শিদাবাদ ও কোচবিহারে 'ছাপ্পা' ভোট দিতে বাধা দেওয়ায় হামলার মুখে পড়ে মৃত্যু হল ২ জনের।

'ছাপ্পা' ভোট দিতে বাধা, পঞ্চায়েত ভোটে মৃতের সংখ্যা বেড়ে ১২

নিজস্ব প্রতিবেদন : মুর্শিদাবাদ ও কোচবিহারে 'ছাপ্পা' ভোট দিতে বাধা দেওয়ায় হামলার মুখে পড়ে মৃত্যু হল ২ জনের। এখনও পর্যন্ত পঞ্চায়েত ভোটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জন।

জানা গেছে, মুর্শিদাবাদের নওদায় শ্যামনগরে পটিকাবাড়ি প্রাথমিক স্কুলে বুথ দখল করতে আসে দুষ্কৃতীরা। তাঁদের বাধা দিতে যায় শাহিন শেখ নামে এক নির্দল কর্মী। অভিযোগ, শাহিনের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। বুকে গুলি লাগে শাহিনের। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন, রানিগঞ্জে সিপিএম-তৃণমূল সংঘর্ষ, ভোট না দিয়েই পালাল ভোটাররা

অন্যদিকে কোচবিহারের গোপালপুরেও একই ঘটনা ঘটে। অভিযোগ, গোপালপুরের একটি বুথে 'ছাপ্পা' ভোট দিচ্ছিল দুষ্কৃতীরা। এঘটনা দেখতে পেয়ে প্রতিবাদ করেন দুলাল ভৌমিক নামে এক ব্যক্তি। এরপরই তাঁর সঙ্গে বচসা বাঁধে অভিযুক্তদের। ঝামেলার জেরে অসুস্থ হয়ে পড়েন দুলালবাবু। পরে মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুন, ময়ূরেশ্বরে বহিরাগত বাইকবাহিনীর দাপাদাপি, ব্যালটবাক্স লুঠ মহম্মদবাজারে

এখনও পর্যন্ত এবারের পঞ্চায়েত ভোটে মৃত্যু হল ১২ জনের। কোথায় কোথায় প্রাণহানি ঘটল?
-উত্তর ২৪ পরগনার আমডাঙায় বোমাবাজিতে মৃত্যু এক সিপিএম কর্মীর

- দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু তৃণমূল কর্মীর

- নদীয়ার শান্তিপুরে গণপিটুনিতে মৃত্যু এক দুষ্কৃতীর

- মুর্শিদাবাদের বেলডাঙায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বিজেপি কর্মীর

- নদীয়ার নাকাশিপাড়ায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু তৃণমূল কর্মী

- নন্দীগ্রামের খোদামবাড়িতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু যজ্ঞেশ্বর ঘোষ ও অপু মান্না নামে ২ সিপিএম কর্মীর

- নদীয়ার তেহট্টে সংঘর্ষের ঘটনায় লাঠির ঘায়ে মৃত্যু কৃষ্ণপদ সরকার নামে এক তৃণমূল কর্মীর

- দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বিশু টুডু নামে এক তৃণমূল সমর্থকের

- উত্তর দিনাজপুরের রায়গঞ্জে মৃত্যু গুলিবিদ্ধ  তৃণমূল কর্মী অমৃত সাহার

Read More