Home> রাজ্য
Advertisement

রাজ্যে বন্ধ করা হয়েছে ১২৫ অনুমোদনহীন স্কুল, বিধানসভায় জানালেন পার্থ

পশ্চিমবঙ্গে অনুমোদনহীন ১২৫টি স্কুল বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করতে গিয়ে একথা বলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

রাজ্যে বন্ধ করা হয়েছে ১২৫ অনুমোদনহীন স্কুল, বিধানসভায় জানালেন পার্থ

নিজস্ব প্রতিবেদন: পশ্চিমবঙ্গে অনুমোদনহীন ১২৫টি স্কুল বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করতে গিয়ে একথা বলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

মঙ্গলবার পশ্চিবঙ্গ বিধানসভায় ২০১৮-১৯ অর্থবর্ষের শিক্ষা বাজেট পেশ করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বাজেট ভাষণে পার্থ চট্টোপাধ্যায় জানান, রাজ্যের ৪৯৩টি স্কুলের কাজকর্ম সন্দেহজনক। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। এই স্কুলগুলির বেশিভাগই উত্তরবঙ্গে। এর মধ্যে ১২৫টি স্কুল বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন - আমি মুসলিমই থাকতে চাই, সুপ্রিম কোর্টকে জানালেন হাদিয়া

পার্থবাবু জানান, এই স্কুলগুলির নো অবজেকশন সার্টিফিকেট নেই। তার পরেও তারা পঠনপাঠন চালিয়ে যাচ্ছিল। ধর্মের নামে সুড়সুড়ি দেওয়া চলবে না বলে জানান পার্থবাবু। সঙ্গে পার্থবাবু জানান, এই রাজ্যে কোনও স্কুলে উগ্রপন্থার পাঠ দেওয়া হয় না। 

 

Read More