Home> রাজ্য
Advertisement

দেওয়াল থেকে বেরিয়ে আসছে জল, উধাও মোবাইল-জুতো, দিনদুপুরে ভৌতিক কাণ্ড মন্তেশ্বরে

অধিকারী বাড়িতে পুলিসের আনাগোনা শুরু হতেই ভয়ে কাবু 'ভূত'

দেওয়াল থেকে বেরিয়ে আসছে জল, উধাও মোবাইল-জুতো, দিনদুপুরে ভৌতিক কাণ্ড মন্তেশ্বরে

নিজস্ব প্রতিবেদন: ভূতের উপদ্রব! ভয়ে কাঁটা পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের এক সিভিক ভলান্টিয়ারের পরিবার।

মন্তেশ্বরের বাঘাসন গ্রামে বাড়ি সিভিক ভলান্টিয়ার গৌতম অধিকারীর। দিনরাত পুলিসের সঙ্গে ঘোরাঘুরি করেন। তার বাড়িতেই কিনা ভুতুড়ে কাণ্ড! গৌতমের পরিবার তো বটেই, আতঙ্কে প্রতিবেশীরাও।

আরও পড়ুন-স্ত্রীকে খুন করে দেহ মাটিতে পুঁতে থানায় ডাইরি স্বামীর, দুর্গন্ধ বের হতেই পর্দাফাঁস

কী হচ্ছে? গৌতমের পরিবারের লোকজনের দাবি, মনে হচ্ছে পাশে কেউ যান দাঁড়িয়ে রয়েছে। নাকে আসছে একটা পোড়া গন্ধ। দেওয়াল বেয়ে বেরিয়ে আসছে জল। তবে তা ঘর অন্ধকার থাকলে। এছাড়াও চোখের পলকে উধাও হয়ে যাচ্ছে নেল পলিস, বডি স্প্রে, মোবাইল, জুতো। মাথার উপরে অ্যাসবেসটরের ছাদ দিয়ে কেউ যেন দৌড়ে যাচ্ছে। এমনই সব গা ছমছম করা ঘটনা ঘটছে মন্তেশ্বরের ওই বাড়িতে।

এলাকায় কোনও ঘটনা ঘটলে সিভিক ভলান্টিয়ার গৌতমকে রাতের অন্ধকারেও ছুটতে হয়। ভূতের ভয়, ভীতি বলে কোনও কিছুই তাঁকে ছুঁতে পারত না। সেই গৌতম ও তাঁর পরিবার এখন ভূতের আতঙ্কে দিন কাটাচ্ছেন। শুধু তাই নয়, তাঁকে সেই ভয়ে রাতের বেলাতেও আলো জ্বালিয়ে শুতে হচ্ছে।

আরও পড়ুন-সাত দিন প্রচারের সময় দিয়ে হোক উপনির্বাচন, দিল্লির নির্বাচন কমিশনে যাচ্ছে TMC

এদিকে, অধিকারী বাড়িতে পুলিসের আনাগোনা শুরু হতেই ভয়ে কাবু 'ভূত'-রা। উধাও হওয়া জিনিস মিলল বাড়ির পাশেই। পুলিসের দাবি, ভূত নয়, এসবের পেছনে রয়েছে পারিবারিক কোনও সমস্যা। কিন্তু কে ওইসব ভুতুড়ে কাণ্ড ঘটাচ্ছিল! তারই সন্ধানে পুলিস।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More