Home> রাজ্য
Advertisement

চড়ছে পারদ! দিনে উধাও শীত, সকাল-সন্ধ্যায় শীতের আমেজ

কলকাতায় সকালে হালকা কুয়াশা পড়লেও সারাদিন মেঘমুক্ত পরিষ্কার আকাশ।

চড়ছে পারদ! দিনে উধাও শীত, সকাল-সন্ধ্যায় শীতের আমেজ

নিজস্ব প্রতিবেদন :  শীত বিদায়ের প্রস্তুতি। দিনের বেলা উধাও হবে শীত; লাগবে গরম। সকাল আর সন্ধ্যেতে হালকা শীতের আমেজ অনুভূত হবে। তবে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। দার্জিলিং-কালিম্পং-জলপাইগুড়ি-আলিপুরদুয়ার-কোচবিহারে শুক্র এবং শনিবার বৃষ্টি হবে। রবিবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া,পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা।

তবে হালকা থেকে মাঝারি কুয়াশা  থাকবে দক্ষিণবঙ্গে। আগামী কয়েকদিন বাড়বে দিনের তাপমাত্রা। রাতের তাপমাত্রা একই থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকলেও কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে বেশ কিছু জেলায়। নদিয়া, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরে কুয়াশার সম্ভাবনা।পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। পূবালী হাওয়ায় ঢুকছে জলীয়বাষ্প। এর প্রভাবে দক্ষিণবঙ্গে কুয়াশা থাকবে।

কলকাতায় সকালে হালকা কুয়াশা পড়লেও সারাদিন মেঘমুক্ত পরিষ্কার আকাশ। আজ সকালে তাপমাত্রা সামান্য বেড়ে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের এক ডিগ্রি বেশি। গতকাল দিনের তাপমাত্রা স্বাভাবিকের ৪ ডিগ্রি উপরে ছিল। কলকাতার বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৪০ থেকে ৯৬ শতাংশ।

আরও পড়ুন - লেভেল ক্রসিং তৈরি না হওয়ায় ফের পিছল টালা ব্রিজ ভাঙার দিন

Read More