Home> রাজ্য
Advertisement

Weather Today: বৃষ্টি জারি রাজ্যে, নিম্নমুখী কলকাতার পারদ

কলকাতায় তাপমাত্রা নিম্নমুখী। কাল দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কমে হয় ২৯.৩ ডিগ্রি। রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কমে ২৪.৯ ডিগ্রি হয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৩ শতাংশ। আলিপুরে গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৭.২ মিলিমিটার। 

Weather Today: বৃষ্টি জারি রাজ্যে, নিম্নমুখী কলকাতার পারদ

অয়ন ঘোষাল: রবিবারের পর সোমবারও দিনভর ভিজবে দক্ষিণবঙ্গ। তুলনামূলক ভাবে গতকালের তুলনায় সোমবার বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে কলকাতাতেও। 

কলকাতায় প্রধানত মেঘলা আকাশ দেখা যাবে। রোদের দেখা মেলার সম্ভাবনা অত্যন্ত কম। দিনভর দফায় দফায় হালকা অথবা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু এক পশলা ভারী বৃষ্টিও হতে পারে। 

কলকাতায় তাপমাত্রা নিম্নমুখী। কাল দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কমে হয় ২৯.৩ ডিগ্রি। রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কমে ২৪.৯ ডিগ্রি হয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৩ শতাংশ। আলিপুরে গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৭.২ মিলিমিটার। 

আরও পড়ুন: Bikash Ranjan Bhattacharya: তদন্ত ঠিকঠাক হলে পার্থর মতো একই হাল হওয়া উচিত মমতারও, বিস্ফোরক বিকাশ

উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় মাঝারি এবং সমতল এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার পর্যন্ত। এরপরেই ফের মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়তে চলেছে উত্তরে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More