Home> রাজ্য
Advertisement

কবে পড়বে শীত? নিম্নচাপ কাটতেই জানাল হাওয়া অফিস

আবহাওয়া দফতর বলছে, নিম্নচাপ দুর্বল হতে শুরু করেছে।

কবে পড়বে শীত?  নিম্নচাপ কাটতেই জানাল হাওয়া অফিস

নিজস্ব  প্রতিবেদন:  ভাইফোঁটায় পরিষ্কার থাকবে আকাশ। নিম্নচাপের কাঁটা সরিয়ে দক্ষিণবঙ্গে ঢুকছে শীতল হাওয়া। শীত আসার অনুকুল পরিবেশ। জানিয়ে দিল আবহাওয়া দফতর।

আরও পড়ুন: কানে আসছিল ফিসফিসানি, বেহালায় মন্দিরে পুরোহিতকে যুবতীর সঙ্গে যে অবস্থায় দেখলেন স্থানীয়রা!

আবহাওয়া দফতর বলছে, নিম্নচাপ দুর্বল হতে শুরু করেছে। আগামী ২৪ ঘণ্টা পর থেকে পরিস্কার হয়ে যাবে আকাশ। উত্তর ও উত্তর পশ্চিমের ঠান্ডা বাতাস রাজ্যে ঢুকতে শুরু করেছে। স্বাভাবিকেই শীতের আমেজ অনুভব করতে পারবেন রাজ্যবাসী। রাতের দিকে তাপমাত্রা কম থাকবে।  এককথায় বলা যেতে পারে, শীত শুরুর আমেজ মিলবে।  এখন থেকে রাতের তাপমাত্রা ২১-২২ ডিগ্রি ও দিনের তাপমাত্রা ৩০-৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

আরও পড়ুন: দিওয়ালির রাতে ব্যাগ থেকে বার করলেন তুবড়ি, আচমকাই নাক দিয়ে বেরোল রক্ত, তারপর...

বুধবার দিনভর মেঘলা ছিল আকাশ। বৃহস্পতিবার সকাল থেকেই মেঘ সরিয়ে উঁকি দিচ্ছে আকাশ।  বুধবার বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কমেছে। বাতাসে রয়েছে শীতের আমেজ।  এখন থেকেই রাতে বেশ একটা শিরশিরানি ব্যাপার অনুভূত হবে।

Read More