Home> রাজ্য
Advertisement

WB Panchayat Election 2023: এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ, হাজির শর্বরী-লাভলী, ঘটনাস্থলে পুলিস

West Bengal Panchayat Election 2023 Results: সোনারপুর মহাবিদ্যালয়ের সামনে সকাল সকাল হাজির দুই নেত্রী তথা অভিনেত্রী শর্বরী মুখোপাধ্যায় ও লাভলী মৈত্র। সকাল থেকেই বিরোধী এজেন্ট ও কর্মীদের বের করে দেওয়ার অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে৷ অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা৷

WB Panchayat Election 2023: এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ, হাজির শর্বরী-লাভলী, ঘটনাস্থলে পুলিস

West Bengal Panchayat Election 2023 Results, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোনারপুরে এক অন্য চিত্র। দুই অভিনেত্রী, যাঁরা একইসঙ্গে রাজনৈতিক নেত্রী, তাঁদের সম্মুখ সমর৷ সোনারপুর মহাবিদ্যালয়ের সামনে সকাল থেকেই বিরোধী এজেন্ট ও কর্মীদের বের করে দেওয়ার অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে৷ অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিজেপি নেত্রী ও অভিনেত্রী শর্বরী মুখোপাধ্যায় ৷ বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে জমায়েত করে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন তিনি৷ পাল্টা অন্যদিকে জমায়েত করেন অভিনেত্রী তৄণমুল বিধায়ক লাভলী মৈত্র৷ জয় শ্রীরামের পাল্টা জয় বাংলা স্লোগান দেন তিনি ও তাঁর সঙ্গে উপস্থিত তৄণমুল কর্মী সমর্থকরা৷ দুপক্ষের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে মোতায়েন রযেছে বিশাল পুলিস বাহিনী৷

আরও পড়ুন-West Bengal Panchayat Election 2023 Results Live Updates: 'অতিরিক্ত আত্মবিশ্বাস দেখাবেন না', কর্মীদের বার্তা শাসকদলের

তবে শুধু সোনারপুরে নয়, রাজ্যের নানা জায়গা থেকে আসছে ভোট গণনায় অশান্তির খবর। বহিরাগতদের ভাগিয়ে দিল পুলিশ পূর্ব বর্ধমান জেলার গলসি এক নম্বর ব্লকের বুদবুদ বাজারে। অন্যদিকে উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের মাতঙ্গিনী ব্লকের ডিমারী বাজারে পুলিশের লাঠিচার্জ। অবৈধ জটলা উত্তেজনা পরিস্থিতি তৈরি করার কারণে পুলিশের লাঠিচার্জ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ।প্রথমে মাইকিং করা হয়েছিল তাও শুনেনি জটলাকারীরা। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে সরাতে হয়। এছাড়াও হাওড়ার বালি জগাছা ব্লকে ভোট গণনা কেন্দ্রে সিপিআইএম এজেন্টদের ঢুকতে বাধা। জেলা পরিষদ প্রার্থী সিপিআইএমের দীপিকা ধর অভিযোগ করেন। পুলিশের মদতে ধাক্কা দিয়ে তাদের বের করে দেওয়া হয় বলে অভিযোগ। গণনাকেন্দ্রের ভেতরে ঢুকে ব্যালট পেপার ছিঁড়ে কালি ঢেলে দিল এক তৃণমূল প্রার্থী। ৪/ ৪১ নম্বর বুথের গ্রাম পঞ্চায়েতের তৃনমুল প্রার্থী রিংকু রায় রাজভর। গণনা শুরু হওয়ার কিছুক্ষনের মধ্যে ওই ঘটনা ঘটে৷ মহারাজা নৃপেন্দ্র নারায়ণ হাইস্কুলের ৪ নম্বর গননা রুমে ঘটনা ঘটে। পুলিশ সেই প্রার্থীকে গ্রেফতার করেছে।

একে একে সামনে আসছে রেজাল্ট। ইতিমধ্যেই জানা যাচ্ছে, মোহনপুর গ্রাম পঞ্চায়েতের ১৪ নম্বর ওয়ার্ডে যেখানে নির্দল প্রার্থীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছিল সেই কেন্দ্রে নির্দল প্রার্থী অরিজিৎ দাস জয়ী। তাঁর প্রাপ্ত ভোট ৩২৬। বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট ১৩৯। তৃণমূল প্রার্থী কেশব বেরার প্রাপ্ত ভোট ১১৪ এবং সিপিএম প্রার্থী প্রাপ্ত ভোট ৫৬। নির্দল প্রার্থী অরিজিৎ দাস মোট ১৮৭ ভোটে জয়ী। অন্ডালের উখড়া গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ২৭, তৃণমূল জয় ২৫, দুটো নির্দল। পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ ব্লকের আমড়াসোতা পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের পাঁচটা আসনের মধ্যে চারটি আসন বামফ্রন্ট ও একটি আসন তৃণমূল কংগ্রেস পেয়েছে। অর্থাৎ এই আমড়াসোতা পঞ্চায়েত পুনরায় নিজেদের দখলে রাখল বামফ্রন্ট। দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহা পঞ্চায়েতের ২০ টা তৃণমূল, ১ সিপিআইএম। পুরুলিয়ার মোট ১৭০ টি গ্রাম পঞ্চায়েত, আসন সংখ্যা – ২৪৭৬। তারমধ্যে টিএমসি ৭৩ টি গ্রাম পঞ্চায়েত আসনে জয়ী তৃণমূল, ৭ গ্রাম পঞ্চায়েত দখল করলো তৃণমূল। বিজেপি ৩ টি গ্রাম পঞ্চায়েত আসনে জয়ী। নির্দল ১ টি আসনে জয়ী।

আরও পড়ুন- WB Panchayat Election 2023: দলের মধ্যে ঢোকা বেনোজলদের ভোটের পড়ে তাড়াতে হবে: শেখ সুফিয়ান

দুবরাজপুরের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের শিব ঠাকুর মন্ডলের স্ত্রী তৃণমূল প্রার্থী লিপিকা মন্ডল জয়লাভ করেছেন। ১৬৫ নম্বর বনকাটি সংসদে তিনি দাঁড়িয়ে ছিলেন। বীরভূমের ময়ুরেশ্বর কেন্দ্রে বিজেপির দাপুটে নেতা দুধকুমার মন্ডল গ্রাম পঞ্চায়েতের আসনে জয়লাভ করল। ২০০ ভোটে জয়লাভ করেছে বলে খবর। উল্লেখ্য এই দুধকুমার মন্ডলকেই বিরোধী কথাবার্তা বলার জন্য বিজেপির তরফ থেকে বহিষ্কার করা হয়েছিল পরবর্তীতে এই পঞ্চায়েতে তাকে আবার বিজেপির তরফ থেকে নমিনেশন দেওয়া হয়েছিল।উল্লেখ্য, এই শিব ঠাকুর মন্ডল অনুব্রত মন্ডলের বিরুদ্ধে গলা টিপে হত্যা করার চেষ্টার অভিযোগ করেছিল। পরে তার স্ত্রী তৃণমূল এর গ্রাম পঞ্চায়েতে প্রার্থী হয়েছিলো। পিংলার ১০ টি গ্রাম পঞ্চায়েত।১০টিই তৃণমূল কংগ্রেসের দখলে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More