Home> রাজ্য
Advertisement

বাংলায় শান্তিপূর্ণ ভোটই লক্ষ্য কমিশনের, চলতি সপ্তাহেই রাজ্যে আরও ৪ বিশেষ অবজারভার

এ ছাড়াও বাড়ছে সাধারণ পর্যবেক্ষকদের সংখ্যা। গত বিধানসভা নির্বাচনে দুটি বিধানসভার দায়িত্ব সামলেছেন  একজন পর্যবেক্ষক।

বাংলায় শান্তিপূর্ণ ভোটই লক্ষ্য কমিশনের, চলতি সপ্তাহেই রাজ্যে আরও ৪ বিশেষ অবজারভার

নিজস্ব প্রতিবেদন: চলতি সপ্তাহেই রাজ্যে আসছেন চারজন স্পেশাল অবজারভার। ৬ কিংবা ৭ মার্চ রাজ্যে আসছেন তাঁরা। তালিকায় রয়েছেন দু-জন পুলিস অবজারভার। একজন আয়-ব্যয় সংক্রান্ত অবজারভার। একজন জেনারেল অবজারভার। বাংলায় এ বারের নির্বাচন সুষ্ঠু করতে কড়া কমিশন। বাংলার আইন শৃঙ্খলার দিকে নজর রেখে আগেই ৮ দফায় শেষ বিধানসভা নির্বাচনে প্রতি জেলার জন্য একজন করে পুলিস অবজারভার ছিল। এবার প্রতি জেলায় পুলিস অবজারভারের সংখ্যা বাড়িয়ে করা হয়েছে তিনজন। 

আরও পড়ুন: দফাওয়াড়ি নয়, শুক্রবার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করছে TMC

এ ছাড়াও বাড়ছে সাধারণ পর্যবেক্ষকদের সংখ্যা। গত বিধানসভা নির্বাচনে দুটি বিধানসভার দায়িত্ব সামলেছেন  একজন পর্যবেক্ষক। কিন্তু আগামী বিধানসভায় প্রত্যেক বিধানসভা পর্যবেক্ষণ করবেন দুজন সাধারণ পর্যবেক্ষক। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার ডিএম এবং এসপিদের উপস্থিত থাকতে হবে। সে ক্ষেত্রে কোনো রকম পক্ষপাতিত্ব করা যাবে না, কমিশন সূত্রে এ কথা জানা গেছে । 

Read More