Home> রাজ্য
Advertisement

WB Assembly Election 2021: চাঁপদানিতে মান্নান, বহরমপুরে মনোজ, Congress-এর দ্বিতীয় প্রার্থী তালিকায় ৩৪ জন

এবার যে ৩৪ জনের তালিকা প্রকাশ করা হয়েছে তারা লড়াই করবেন তৃতীয় থেকে অষ্টম দফায়।

WB Assembly Election 2021: চাঁপদানিতে মান্নান, বহরমপুরে মনোজ, Congress-এর দ্বিতীয় প্রার্থী তালিকায় ৩৪ জন

নিজস্ব প্রতিবেদন: রবিবার রাজ্যের ৬৫ আসনে প্রার্থীতালিকা ঘোষণা করেছে বিজেপি। এর পরই রাজ্য়ের ৩৪ আসনে প্রার্থীতালিকা ঘোষণা করল কংগ্রেস। এআইসিসির(AICC) তরফে এক বিবৃতি দিয়ে তা জানিয়ে দেওয়া হয়েছে। তালিকায় অভিজ্ঞ প্রার্থীদেরই গুরুত্ব দেওয়া হয়েছে বেশি। 

আরও পড়ুন-মানুষের এই উত্সাহ বাংলায় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, খড়গপুরের রোড শোয়ে আত্মবিশ্বাসী Amit Shah  

উল্লেখ্য, শুক্রবার সন্ধেয় ওই প্রার্থীতালিকা চূড়ান্ত করতে এক জরুরি বৈঠক ডাকেন সোনিয়া গান্ধী(Sonia Gandhi)। এর জন্য তলব করা হয়ে অধীর চৌধুরী, আব্দুল মান্নানকে। আজ সেই তালিকা প্রকাশ করল কংগ্রেস। এর আগে গত ৬ মার্চ ১৩ জনের একটি তালিকা প্রকাশ করে কংগ্রেস।  এবার যে ৩৪ জনের তালিকা প্রকাশ করা হয়েছে তারা লড়াই করবেন তৃতীয় থেকে অষ্টম দফায়।

দেখে নিন তালিকায় রয়েছেন কারা

১. সিতাই-কেশব চন্দ্র রায়।

২. তুফানগঞ্জ-রবিন রায়।

৩. আলিপুরদুয়ার-দেবপ্রসাদ রায়।

৪. জলপাইগুড়ি-ডা সুখবিলাস বর্মা।

৫. মাটিগাড়া-নকশালবাড়ি- শঙ্কর মালাকার।

৬. ফাঁসিদেওয়া-সুনীলচন্দ্র তিরকে।

৭. রায়গঞ্জ-মোহিত সেনগুপ্ত।

৮. চাঁচল-আসিফ মেহবুব।

৯. হরিশ্চন্দ্রপুর-আলম মুস্তাক।

১০. মালতিপুর-আলবেরুনি জুলকারনাইন।

১১. মানিকচক-মহম্মদ মোতাকিম আলম।

১২. মালদহ-ভূপেন্দ্রনাথ হালদার।

১৩. সুজাপুর-ইশা খান চৌধুরী।

১৪. ফরাক্কা-মইনুল হক।

১৫. সুতি-হুমায়ুন রেজা।

১৬. লালগোলা-আবু হেনা।

১৭.রানীনগর-ফিরোজা বেগম।

১৮. বর্ধমান-শিলাদিত্য হালদার।

১৯.  কান্দি-সাইফুল আলম খান।

২০. ভরতপুর-কমলেশ চ্যাটার্জি।

২১. বেলডাঙ্গা-সেখ সাইফউজ্জামান।

২২. বহরমপুর-মনোজ চক্রবর্তী।

২৩. ক্যানিং পশ্চিম-প্রতাপ মণ্ডল।

২৪. বজবজ-সেখ মুজিবুর রহমান।

২৫. হাওড়া মধ্য-পলাশ ভাণ্ডারি।

২৬. শ্যামপুর-অমিতাভ চক্রবর্তী।

২৭. আমতা-অসিত মিত্র।

২৮. উদয়নারায়ণপুর-অশোক কোলে।

২৯. শ্রীরামপুর-অলোকরঞ্জন ব্য়ানার্জি।

৩০. চাঁপদানি-আব্দুল মান্নান।

৩১. সপ্তগ্রাম-পবিত্র দেব।

৩২. ধনেখালি-অণির্বান সাহা।

৩৩. পুরশুড়া-মনিকা মালিক ঘোষ।

৩৪. হাসন-মিল্টন রশিদ।

Read More