Home> রাজ্য
Advertisement

বেগুন ৭০, ঝিঙে ৫০, টমেটো ৮০, ট্রিপল সেঞ্চুরি কড়াইশুটি

বেগুন ৭০, ঝিঙে ৫০, টমেটো ৮০, ট্রিপল সেঞ্চুরি কড়াইশুটি

নিজস্ব প্রতিবেদন: উত্সবের মরশুম শেষ। তবে বাজারদর এখনও আকাশ ছোঁয়া। নিম্মচাপের প্রভাব সরাসরি  পড়েছে সবজি বাজারে। আনাজের দর বাড়ছে  হু হু করে। শাক- সব্জি  সবকিছুই অগ্নিমূল্য।  বেগুন-পটলের মতো সাধারণ সবজি থেকে মরশুমের প্রথম ফুলকপি। দামের চোটে ছোঁয়া যাচ্ছে না কিছুই।  মানিকতলা বাজারে কড়াইশুটি বিক্রি হচ্ছে ৩০০ টাকা দরে। বেগুন ৭০ থেকে ৮০ টাকায়।  ঝিঙের দাম উঠেছে ৫০ টাকা। টমেটোর কেজি ৮০ টাকা। বাজার করতে গিয়ে নাজেহাল হচ্ছেন আম জনতা।

আরও পড়ুন- জীবন বাজি রেখে স্কুলের কম্পিউটার চুরি রুখলেন নৈশ প্রহরী

নিম্নচাপের জেরে বাঁকুড়া জেলাজুড়ে ধান, সবজি ও ফুলচাষের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি দফতরের হিসেব বলছে প্রায় ২৫% জমির ফসল ক্ষতিগ্রস্ত। একই চিত্র হুগলির বাজারেও ফসলের আগুন দাম। হুগলির শস্যভাণ্ডার আরামবাগে চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। ৬টি ব্লকেই পাকা আমন ধানে মই দেওয়া হয়ে গিয়েছে। তারপর অধিকাংশ জায়গাতেই ধানগাছ নষ্ট হয়ে যাওয়া আশঙ্কায় ভুগছেন কৃষকরা। এদিকে টানা বৃষ্টির জেরে জেলার সব্জি চাষের জমিতে এখনও জল দাঁড়িয়ে আছে। পূর্ব বর্ধমানের দামোদর অববাহিকায় সবজি চাষের ওপর প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।

আরও পড়ুন- বারাসতে ইভটিজিংয়ের প্রতিবাদ করে আক্রান্ত যুবক 

Read More