Home> রাজ্য
Advertisement

১০০ দিনের কাজ পাওয়া নিয়ে ফের অশান্তি পুরুলিয়ায়

পুরুলিয়ায় ফের ১০০ দিনের কাজ পাওয়া নিয়ে অশান্তি। শহরের রাঁচি রোডে জেলা শাসকের আবাসনের সামনে পথ অবরোধ করলেন বিভিন্ন গ্রামের মানুষ। সম্প্রতি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১০০ দিনের কাজের প্রকল্পে নিয়োগ শুরু হয়েছে। যাকে কেন্দ্র করে অশান্তি ছড়াচ্ছে। কাজের দাবিতে গত কয়েকদিন ধরে কোথাও স্কুল বন্ধ। কোথাও বন্ধ পঞ্চায়েত অফিস।

১০০ দিনের কাজ পাওয়া নিয়ে ফের অশান্তি পুরুলিয়ায়

ওয়েব ডেস্ক: পুরুলিয়ায় ফের ১০০ দিনের কাজ পাওয়া নিয়ে অশান্তি। শহরের রাঁচি রোডে জেলা শাসকের আবাসনের সামনে পথ অবরোধ করলেন বিভিন্ন গ্রামের মানুষ। সম্প্রতি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১০০ দিনের কাজের প্রকল্পে নিয়োগ শুরু হয়েছে। যাকে কেন্দ্র করে অশান্তি ছড়াচ্ছে। কাজের দাবিতে গত কয়েকদিন ধরে কোথাও স্কুল বন্ধ। কোথাও বন্ধ পঞ্চায়েত অফিস।

এদিকে, রাতে কোনও ওষুধের দোকান খোলা থাকে না। চরম সমস্যায় পড়েন উলুবেড়িয়ায় বিভিন্ন হাসপাতাল নার্সিংহোমের রোগীরা। একমাত্র হাসপাতালের যে ফেয়ার প্রাইস শপ্ টি খোলা থাকে সেখানেও মেলে না বহু জীবনদায়ী ওষুধ। সাধারণ মানুষতো বটেই, অবস্থা এমন, উলুবেরিয়ায় রাতে ওষুধ দোকান খোলা রাখার দাবি জানাচ্ছেন চিকিত্‍সকরাও। (আরও পড়ুন- সুতীব্র জলকষ্টেও জল নষ্ট তারকেশ্বরের সন্তোষপুরে)

Read More