Home> রাজ্য
Advertisement

BJP | Udayan Guha: ফের তোপের মুখে বিজেপি, শিলান্যাস অনুষ্ঠান থেকে টাকার হিসাব চেয়ে প্রশ্ন তৃণমূল মন্ত্রী

দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে শালমারা নদীতে তৈরি হবে সেতু, সেই কাজের শিলান্যাস করলেন মন্ত্রী উদয়ন গুহ। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে সেতুর শিলান্যাস অনুষ্ঠানে এসে মন্ত্রী উদয়ন গুহ জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত কুমার রায়কে একহাত নেন। 

BJP | Udayan Guha: ফের তোপের মুখে বিজেপি, শিলান্যাস অনুষ্ঠান থেকে টাকার হিসাব চেয়ে প্রশ্ন তৃণমূল মন্ত্রী

প্রদ্যুৎ দাস: সাংসদ নিজের এলাকা উন্নয়ন তহবিলে তো অনেক টাকা পান কোথায় গেল সেই টাকা? প্রায় আট কোটি টাকা ব্যায়ে তিনটি গ্রাম পঞ্চায়েতের সংযোগকারী সেতু নির্মাণ শিলান্যাস অনুষ্ঠানে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ চাইলেন সেই হিসাব।

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে সেতুর শিলান্যাস অনুষ্ঠানে এসে মন্ত্রী উদয়ন গুহ জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত কুমার রায়কে একহাত নেন। সাংসদ কী কাজ করেছেন সেই প্রশ্ন তুলেও কটাক্ষ করেন তিনি।

দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে শালমারা নদীতে তৈরি হবে সেতু, সেই কাজের শিলান্যাস করলেন মন্ত্রী উদয়ন গুহ।

আরও পড়ুন: Mamata Banerjee | West Bardhaman: সামনেই লোকসভা নির্বাচন, পশ্চিম বর্ধমানের নেতৃত্বের সঙ্গে আলোচনায় মমতা বন্দ্যোপাধ্যায়

তিনটি গ্রাম পঞ্চায়েতের সংযোগকারী সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করল উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে শালমারা নদীর উপর তৈরি হবে পাকা সেতু। এর সঙ্গে পাকা ব্রিজের গার্ড ওয়াল, পেভার ব্লকের রাস্তা করা হবে।

আরও পড়ুন: Malbazar: পূরণ হল নিদাম চা-বাগানের দীর্ঘদিনের সেতুর দাবি...

সেই কাজের শিলান্যাস করা হল। কাজের শিলান্যাস করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ। এছাড়াও উপস্থিত ছিলেন ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান অনন্ত দেব অধিকারী, ভাইস চেয়ারম্যান মনোজ রায়, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদ রঞ্জন রায়, ব্লক ডেভেলপমেন্ট আধিকারিক প্রসেনজিৎ কুন্ডু সহ উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের উচ্চ পদস্থ আধিকারিকরা।

এছাড়াও এদিন এই সেতুর কাজের শিলান্যাস করার পাশাপাশি ময়নাগুড়ি পুরসভার অন্তর্গত স্টেশনের রাস্তা থেকে রামশাই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা পর্যন্ত পেভার ব্লকের রাস্তা এবং রামশাই গ্রাম পঞ্চায়েতের ক্যানেল রাস্তা ধরে ধর ধরিয়া পার হয়ে হারিপোতা প্রাথমিক স্কুল পর্যন্ত পেভার ব্লকের রাস্তার কাজের শিলান্যাস করা হয়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

Read More