Home> রাজ্য
Advertisement

একুশে জুলাইয়ের সভা এবার ভার্চুয়াল! ৩ জুলাই দলের ভার্চুয়াল বৈঠকে প্রচারের দিকনির্দেশ মমতার

এতবড় সমাবেশ কীভাবে ভার্চুয়ালি হবে তা নিয়ে আঁটোসাঁটো পরিকল্পনা করছে তৃণণূল কংগ্রেস।

একুশে জুলাইয়ের সভা এবার ভার্চুয়াল! ৩ জুলাই দলের ভার্চুয়াল বৈঠকে  প্রচারের দিকনির্দেশ মমতার
Updated: Jun 27, 2020, 10:51 PM IST

কমলিকা সেনগুপ্ত

২০২১-এ বিধানসভা নির্বাচন। তার আগে সামনের মাসেই তূণমূল কংগ্রেসের সবচেয়ে বড় সমাবেশ ২১ জুলাই, শহিদ দিবস। কিন্তু দেশজুড়ে করোনা সংক্রমণের কারণ তা এবার হবে ভার্চুয়াল। এতবড় সমাবেশ কীভাবে ভার্চুয়ালি হবে তা নিয়ে আঁটোসাঁটো পরিকল্পনা করছে তৃণণূল কংগ্রেস।

আরও পড়ুন-লাদাখকাণ্ড অত্যন্ত সংবেদনশীল; সরকারের ব্যর্থতা নয়, কংগ্রেসের আক্রমণের মুখে নমোর পাশে পাওয়ার

ভার্চুয়াল সমাবেশ দলের সমর্থকদের কাছে একেবারে নতুন। তাই কীভাবে সেই সমাবেশ করা হবে তা দলের নেতা-মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩ জুলাই সেই বৈঠকও হবে ভার্চুয়াল।

আরও পড়ুন-করোনা আবহে মানসিক স্বাস্থ্যে সবচেয়ে এগিয়ে দিল্লি; আর্থিক অনিশ্চয়তা সবচেয়ে কম কলকাতায়

কী হবে সেই বৈঠকে? দলীয় সূত্রে খবর, শহিদ দিবসের ভার্চুয়াল সমাবেশ কীভাবে হবে তার দিকনির্দেশ করবেন মমতা।  কীভাবে এই সমাবেশকেই বিধানসভা নির্বাচনের আগে দলের প্রচারে হাতিয়ার করবেন তৃণমূল নেতারা তার পরিকল্পনার কথা বলা হবে। সমাবেশের আগে দলের কর্মী সমর্থদের সঙ্গে এনিয়ে কথা বলবেন দলের নেতারা। ভিডিয়ো কন্ফারেন্সের মাধ্যমে প্রত্যেক নেতাই কীভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছাবেন। তা বাতলে দেবেন দলনেত্রী।