Home> রাজ্য
Advertisement

TMC Winning Candidate Murder: গুলি লক্ষ্যভ্রষ্ট হতেই এলোপাথাড়ি কোপ! মগরাহাটে খুন জয়ী তৃণমূল প্রার্থী

কী কারণে খুন? খুনের পিছনে রাজনৈতিক কারণ রয়েছে নাকি পারিবারিক কারণে খুন নাকি পুরনো কোন শত্রুতার জেরে খুন? ঘটনার তদন্তে নেমে সবদিক খতিয়ে দেখছে পুলিস। 

TMC Winning Candidate Murder: গুলি লক্ষ্যভ্রষ্ট হতেই এলোপাথাড়ি কোপ! মগরাহাটে খুন জয়ী তৃণমূল প্রার্থী

রণয় তেওয়ারি: মগরাহাটে তৃণমূলের জয়ী প্রার্থী 'খুন'। বাড়ি ফেরার পথে পূর্ব গ্রামে চড়াও হয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় তাঁকে। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। নিহত তৃণমূল প্রার্থীর নাম মৈমুর ঘরামি। মৈমুরকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হন তাঁর সঙ্গীও। গুলিবিদ্ধ নিহত তৃণমূল নেতার সঙ্গীর নাম শাহজাহান মোল্লা। 

এই ঘটনায় সিপিআইএম নেতা সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিস। কী কারণে হামলা? কী কারণে খুন? খুনের পিছনে রাজনৈতিক কারণ রয়েছে নাকি পারিবারিক কারণে খুন নাকি পুরনো কোন শত্রুতার জেরে খুন? ঘটনার তদন্তে নেমে সবদিক খতিয়ে দেখছে পুলিস। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য রয়েছে। গোটা গ্রামে টহলদারি চালাচ্ছে পুলিসের বিশাল ফোর্স। গতকাল রাতে খুনের পর এদিন সকালে আবার নতুন করেও উত্তেজনা ছড়ায় গ্রামে। অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর চালানো হয়। 

জানা গিয়েছে, গতকাল রাতে বাইকে করে বাড়ি ফিরছিলেন মৈমুর ঘরামি। সেইসময় হামলা চালায় দুষ্কৃতীরা। তাঁকে লক্ষ্য করে প্রথমে গুলি ছোঁড়ে। সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হলে, ধারালো অস্ত্র দিয়ে মৈমুর ঘরামিকে এলোপাথাড়ি কোপায় দুষ্কৃতীরা। প্রসঙ্গত, মগরাহাট গ্রাম পঞ্চায়েতে ২৭টি আসন রয়েছে। পঞ্চায়েতের মোট ২৭টি আসনের মধ্যে ১৩টি পায় তৃণমূল। আর বিজেপি ও সিপিআইএম ৬টি করে আসন পায়। আর নির্দল পায় ২টি আসন। 

এখন অর্জুনপুর-বাদামতলা আসনে দাঁড়িয়েছিলেন মৈমুর ঘরামি। ভোটে জয়লাভ করেন তিনি। দলের তরফে একরকম ঠিক-ই হয়ে গিয়েছিল যে, পঞ্চায়েতে উপপ্রধান হবেন মৈমুর ঘরামি। কিন্তু, তারপর-ই গতকাল রাতে এই ঘটনা। খুনের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। থমথমে এলাকা। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। ধৃত ৪ জনের মধ্যে আসাদুল মোল্লা নামে এক সিপিএম সমর্থককে গ্রেফতার করেছে পুলিস। তাঁর বাড়ির সামনেই ঘটনাটি ঘটে।

আরও পড়ুন,  Howrah: তৃণমূলকে ভোট না দেওয়ায়, HIV আক্রান্ত দম্পতির সরকারি প্রকল্পের 'খাবার বন্ধ'!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More