Home> রাজ্য
Advertisement

Seikh Sufian: সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি, মমতার নির্বাচনী এজেন্টকে গ্রেফতারিতে রক্ষাকবচ

ভোট পরবর্তী হিংসা মামলায় জেরা CBI-র। 

Seikh Sufian:  সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি, মমতার নির্বাচনী এজেন্টকে গ্রেফতারিতে রক্ষাকবচ

নিজস্ব প্রতিবেদন: ভোট পরবর্তী হিংসা মামলায় (Post Poll Violence) সাময়িক স্বস্তি। সুপ্রিম কোর্টে (Supreme Court) রক্ষাকবচ পেলেন তৃণমূল নেতা সেখ সুফিয়ান (Seikh Sufian)। ৩১ জানুয়ারি, মামলা পরবর্তী শুনানি পর্যন্ত তাঁকে গ্রেফতার করতে পারবে না সিবিআই, নির্দেশ শীর্ষ আদালতের।

একুশের বিধান নির্বাচনে বিপুল ভোটে জিতে ফের বাংলায় ক্ষমতায় ফিরেছে তৃণমূল। শুভেন্দু অধিকারীর কাছে কিন্তু হেরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নন্দীগ্রামে তৃণমূল নেত্রীর নির্বাচনী এজেন্ট ছিলেন শেখ সুফিয়ান। ভোট পরবর্তী হিংসা মামলায় ইতিমধ্যেই তাঁকে জেরা করেছে সিবিআই। বয়ান রেকর্ড করেছেন তদন্তকারীরা।

আরও পড়ুন: Balurghat: 'ভোটে তৃণমূলকে হারিয়েছে তৃণমূল-ই', বালুরঘাট টাউন সভাপতির ভাইরাল 'চিঠি' ঘিরে শোরগোল

কেন? গত ৩ মে, নন্দীগ্রামের  চিল্লা গ্রামের বাসিন্দা, বিজেপি সমর্থক দেবব্রত মাইতিকে মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় কলকাতায় এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ১৩ সেখানেই মারা যান দেবব্রত। ঘটনার তদন্তে একাধিকবার নন্দীগ্রামে যায় সিবিআই-র টিম। স্রেফ মৃতের পরিবারের নিরাপত্তার ব্যবস্থা করাই নয়, হলদিয়ার একটি গেস্ট হাউসে জেরাও করা হয় স্থানীয় তৃণমূল নেতা শেখ সুফিয়ানকে।

আরও পড়ুন: 'কেন্দ্রের আইনে ভয়ে থাকবেন আমলারা', Modi-কে ফের Mamata-র

এদিকে বিজেপিকে কর্মী খুনের অভিযোগে গ্রেফতার এড়াতে হাইকোর্টের দ্বারস্থ হন সুফিয়ান। আগাম জামিনের আবেদন করেন তিনি। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচও দেয় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ। তাহলে? পরবর্তীকালে যখন হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়, তখন শেখ সুফিয়ানের আইনি রক্ষাকবচ তুলে নেয় হাইকোর্ট। খারিজ হয়ে যায় অন্তর্বতীকালীন জামিনের আবেদনও। সেই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে মামলা করেছেন নন্দীগ্রামের তৃণমূল নেতা। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More