Home> রাজ্য
Advertisement

পুরসভায় সাড়ে ৩ কোটির গাড়িতে চেপে এলেন তৃণমূল কাউন্সিলর, বিস্ময় নেটিজেনদের

ঝা চকচকে লাল রং। বিদেশি স্পোর্টস কার। পুরসভার পার্কিং লটে অ্যাম্বাসাডর, মাহিন্দ্রার গাড়িগুলোর সামনে বড়োই বেমানান! 

পুরসভায় সাড়ে ৩ কোটির গাড়িতে চেপে এলেন তৃণমূল কাউন্সিলর, বিস্ময় নেটিজেনদের

নিজস্ব প্রতিবেদন: যেমন তেমন গাড়ি নয়। একেবারে বিদেশি স্পোর্টস কার। হলিউডের সিনেমায় এই ধরনের গাড়ি দেখা যায়। তেমনই একটা অ্যাস্টন মার্টিন গাড়ি কলকাতা পুরসভার দফতরে দেখা গেল। সেটির মালিক বন্দর এলাকার তৃণমূল কাউন্সিলর সামস ইকবাল। আর ওই গাড়িটি নিয়েই হইচই শুরু হয়ে গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সকলেরই বিস্ময় প্রশ্ন, সাড়ে তিন কোটির গাড়ি কাউন্সিলরের! 

ঝা চকচকে লাল রং। বিদেশি স্পোর্টস কার। পুরসভার পার্কিং লটে অ্যাম্বাসাডর, মাহিন্দ্রার গাড়িগুলোর সামনে বড়োই বেমানান! স্বভাবতই গাড়িটি নজর টানে পুরকর্মীদের। এমন গাড়ি দেখে অনেকে ছবিও তুলেছেন। আর তুলবেন নাই বা কেন! কলকাতার রাস্তায় তো আর সচরাচর সাড়ে তিন কোটির গাড়ি দেখা যায় না। পুরসভাতে গাড়িতে চড়ে এসেছিলেন বন্দর এলাকার তৃণমূল কাউন্সিলর সামস ইকবাল। তাঁর ওই গাড়িটি দাপাচ্ছে ফেসবুক। ছড়িয়ে পড়েছে ছবি। সবটাই প্রশংসা নয়, মানে নেটিজেনদের অপার বিস্ময়, বাবা, কাউন্সিলরের কোটি টাকার গাড়ি!

fallbacks

সামসের বাবা হলেন মুন্না ইকবাল। এককালের বরো চেয়ারম্যান। বন্দর এলাকায় দাপুটে নেতা। হরিমোহন ঘোষ কলেজে ছাত্র বিক্ষোভে পুলিসকে খুনের ঘটনায় নাম জড়িয়েছিল তাঁর। তারপর আর ভোটে দাঁড়াননি। ছেলেকে প্রার্থী করেছিলেন। নিন্দুকরা বলছেন, তৃণমূল কাউন্সিলর কোটি টাকার গাড়ি চালাবেন না তো কে চালাবে? 

আরও পড়ুন- দিলীপ যে কোনও কেন্দ্র দেখুন, আমি লড়ব, পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর

Read More