Home> রাজ্য
Advertisement

তুফানগঞ্জে ঝরল রক্ত, বিজেপি প্রার্থীকে আক্রমণ তৃণমূলের

পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমাকে কেন্দ্র করে রক্তাক্ত কোচবিহারের তুফানগঞ্জ। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াল বিজেপি-তৃণমূল দুই পক্ষ। যার ফলে চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হল এসডিও অফিস চত্বরে।

তুফানগঞ্জে ঝরল রক্ত, বিজেপি প্রার্থীকে আক্রমণ তৃণমূলের

নিজস্ব প্রতিবেদন : পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমাকে কেন্দ্র করে রক্তাক্ত কোচবিহারের তুফানগঞ্জ। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াল বিজেপি-তৃণমূল দুই পক্ষ। যার ফলে চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হল এসডিও অফিস চত্বরে।

আরও পড়ুন, মনোনয়ন ঘিরে ধুন্ধুমার, বাঁকুড়ায় মাটিতে ফেলে মার বিজেপি রাজ্য সম্পাদককে

জানা গেছে, এদিন সকালে মনোনয়নপত্র জমা দিতে যান তৃণমূল প্রার্থীরা। একইসময়ে এসডিও অফিসে মনোনয়ন জমা দিতে আসেন বিজেপি প্রার্থীরাও। অভিযোগ, বিজেপি প্রার্থীরা এসডিও অফিসে ঢোকার চেষ্টা করলে বাধা দেন তৃণমূল কর্মী-সমর্থকরা। হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুপক্ষ।

আরও পড়ুন, পার্টি অফিস থেকে টেনে বের করে সিপিএম নেতাকে বেধড়ক মার আরামবাগে

কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এসডিও অফিস চত্বর। আহত হন বেশ কয়েকজন বিজেপি প্রার্থী ও সমর্থক। বিজেপির অভিযোগ, তারা আক্রান্ত হওয়ার পরেও পুলিস তাদের কোনওরকম নিরাপত্তা দিতে অস্বীকার করে। পরে বিশাল মিছিল করে তুফানগঞ্জ এসডিও অফিসে ঢুকে মনোনয়ন জমা দেন বিজেপি প্রার্থীরা।

আরও পড়ুন, মনোনয়ন জমা দিতে এসে দিনহাটায় গুলিবিদ্ধ শাসকদল প্রার্থী

Read More