Home> রাজ্য
Advertisement

বোমার শব্দে পালাল পুলিস, ভর সন্ধ্যায় সোনার দোকানে অবাধে লুঠপাট দুষ্কৃতীদের

শুক্রবার রাতে বর্ধমান শহরে এক পুলিশ কর্মীর বাড়িতে লুঠপাট চালায় দুষ্কৃতীরা

বোমার শব্দে পালাল পুলিস, ভর সন্ধ্যায় সোনার দোকানে অবাধে লুঠপাট দুষ্কৃতীদের

নিজস্ব প্রতিবেদন: খোদ বর্ধমান শহরের পর ফের ডাকাতির ঘটনা পূর্ব বর্ধমানের মাতিশ্বর বাজারে।

ভর সন্ধায় বাজারে হানা দিয়ে দুটি সোনার দোকান লুটে নিয়ে গেল দুষ্কৃতীরা। শনিবার পূর্ব বর্ধমানের মাতিশ্বর বাজারের ঘটনা। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনু‌যায়ী এদিন সন্ধ্যায় ১৪-১৫ জন ডাকাতের একটি দল বাজারে হানা দেয়। তাদের টার্গেট ছিল দুটি সোনার দোকান। বোমাবাজি করে এলাকা ফাঁকা করে দেয় তারা। তারপর অবাধে লুঠ করে। বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের অভি‌যোগ, পুলিস টহল দিচ্ছিল বাজারের পাশেই। তারা বোমা পড়ার শব্দ শুনে পালিয়ে ‌যায়।

উল্লেখ্য, একের পর এক চুরির ঘটনা ঘটেই চলেছে পূর্ব বর্ধমানে। শুক্রবার রাতে বর্ধমানের ক্ষুদিরাম পল্লীতে এক পুলিশ কর্মীর বাড়ির তালা ভেঙে ১২ ভরি সোনার গয়না ও নগদ ১২ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

বাড়িটি পূর্ব বর্ধমানের রায়না থানায় কর্মরত পুলিস কনস্টেবল কল্যাণ কোনারের। শুক্রবার বাড়িতে কেউ ছিলেন না। বাড়ির নীচের তলায় থাকেন ভাড়াটে। বাড়ি ফাঁকা থাকার সুযোগে চোর সিঁড়ির দরজার তালা ভেঙে উপরে উঠে যায়। এরপর আলমারির তালা ভেঙে লুঠপাট চালায়। ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।

আরও পড়ুন-নিয়ন্ত্রণরেখায় প্রবল গোলাগুলি পাকিস্তানের, রাজৌরিতে শহিদ মেজর সহ ৩ জওয়ান

Read More