Home> রাজ্য
Advertisement

জল নেই, গজলডোবায় আসছে না পরিযায়ীরা

 শীত হলেই তিস্তা নদীতে বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিযায়ী পাখি আসে গজলডোবায়।  আর এই পরিযায়ী  পাখি দেখতেই গজলডোবায় ভির করে বহু পর্যটক।

জল নেই, গজলডোবায় আসছে না পরিযায়ীরা

নিজস্ব প্রতিবেদন: শীত হলেই তিস্তা নদীতে বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিযায়ী পাখি আসে গজলডোবায়।  আর এই পরিযায়ী  পাখি দেখতেই গজলডোবায় ভির করে বহু পর্যটক।

আরও পড়ুন- চাকরির টোপ দেখিয়ে প্রতারণা, উত্তাল মাথাভাঙা

কিন্তু কয়েকদিন ধরে দেখা যাচ্ছে গাজলডোবার তিস্তার বেশ কিছু এলাকায় জল নেই। বিশেষ করে ডাউন স্টিমে জল কম থাকায়  সমস্যায় পরিযায়ী পাখিরা। জলের সমস্যায় বহু পাখিদেরো দেখা নেই গজলডোবায়। আর এতেই হতাশ পর্যটক থেকে শুরু করে পরিবশ প্রেমীরা। গজলডোবায় একটি মাত্র লক গেট খোলা রয়েছে। সেই গেট দিয়ে খুব অল্প জল যাচ্ছে। এছারা আপার স্টিমেও জল কম, সেই কারণে নদীর বিভিন্ন জায়গায় পালির চর পরে গেছে।  সেই কারণে পাখিদের খুব কম দেখা যাচ্ছে। পরিবেশ প্রেমীদের দাবি এই সময় তিস্তা নদীতে জল কম থাকে। তারওপর পাহাড়ের ওপরে বিভিন্ন জায়গায় ড্যাম তৈরি করা হয়েছে, কালিঝোড়ায় রয়েছে হাইড্রোল প্রজেক্ট, সেখানেও জল আটকানো হচ্ছে।  এই সবের জন্য জল নেই গাজলডোবায়। আর এতেই পাখির সংখ্যা খুব কম দেখা যাচ্ছে তিস্তা ব্যারেজে।

আরও পড়ুন- সোমলতার অভিযোগ ভিত্তিহীন! পাল্টা পথে নামল পড়ুয়া ও শিক্ষকরা

Read More