Home> রাজ্য
Advertisement

জলের তোড়ে ভেসে গেল কিষাণগঞ্জের কাছে সুধানি ব্রিজ

জলের তোড়ে ভেসে গেল কিষাণগঞ্জের কাছে সুধানি ব্রিজ

ওয়েব ডেস্ক: জলের তোড়ে ভেসে গেল কিষাণগঞ্জের কাছে সুধানি ব্রিজ। এর জেরে কলকাতা-নিউ জলপাইগুড়ি রেল যোগাযোগ বিচ্ছিন হয়ে পড়ল। জল নামলেও চলবে না ট্রেন। ব্রিজ সারাতে কম করে এক মাস সময় লেগে যাবে। ততদিন ট্রেনে NJP যাওয়া যাবে না। উত্তরবঙ্গ ও উত্তরপূর্ব ভারতের কোনও জায়গাতেও যাওয়া যাবে না।

আরও পড়ুন আজও অপরিবর্তিত দক্ষিণ দিনাজপুরের বন্যা পরিস্থিতি

অন্যদিকে, স্টেশন বলে না দিলে উপায় বোঝার উপায় নেই। কিষাণগঞ্জ যেন নদী। রেলপথে বিচ্ছিন্ন উত্তর -দক্ষিণ। গোটা শহরের জল এসে জড়ো হয়েছে স্টেশন চত্বরে। কোমর ডোবা জলে দাঁড়িয়ে বানভাসি কিষাণগঞ্জ স্টেশনের এক্সক্লুসিভ ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি। জলে ডুবু ডুবু গোটা এলাকা। হু হু করে বইছে স্রোত।  এছবি কিষাণগঞ্জ রেলস্টেশনের। জল ছাপিয়ে এখন তবু মাথা তুলেছে প্ল্যাটফর্ম। রবিবার তাও ডুবে ছিল। স্টেশনের চৌহদ্দি ছাড়িয়ে জলের স্রোত বইছে রেললাইনেও। যতদূর চোখ যায় শুধুই জল....আর জল..., টিকিট ঘর, সিগন্যাল সবই কোমর সমান জলের তলায়।বৃষ্টির জল আগেও ভাসিয়েছে।তবে,এমন ছবি শেষ কবে দেখা গেছে মনে করতে পারছে না কিষাণগঞ্জ। উত্তরবঙ্গ তো বটেই, গোটা উত্তর পূর্ব ভারতের সঙ্গে রেল যোগাযোগের এই একটাই রুট। কিষাণগঞ্জ হয়ে উত্তরবঙ্গ গামী ট্রেন ঢুকে যায় উত্তর দিনাজপুরে।

আরও পড়ুন  স্ত্রীর মুখ ইট দিয়ে থেঁতলে দিল স্বামী

Read More