Home> রাজ্য
Advertisement

বিয়েবাড়ির আনন্দ কয়েক মুহূর্তেই শেষ, জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় হত শিশু-সহ ৫

হাসপাতালে ভর্তি ২ জনের অবস্থা আশঙ্কাজনক

বিয়েবাড়ির আনন্দ কয়েক মুহূর্তেই শেষ, জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় হত শিশু-সহ ৫

নিজস্ব প্রতিবেদন: জাতীয় সড়কে বেপরোয়া ট্রাকের ধাক্কায় একপ্রকার উড়ে গেল টোটো। দলা পাকানো টোটো থেকে উদ্ধার করা হল ৪ জনের দেহ। বুধবার উত্তর দিনাজপুর জেলার ইটাহারের চাভোট গ্রামের ঘটনা।

আরও পড়ুন-ভয়াবহ পরিস্থিতি দেশে ! ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ লক্ষ ১২ হাজার ২৬২

এদিন ইটাহার(Itahar) বালিকা বিদ্যালয়ের পাশে একটি বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে ঘরে ফিরছিলেন চাভোট গ্রামের একটি পরিবার। সেইসময় মালদহের দিক থেকে আসা একটি লরি এসে মুখোমুখি ধাক্কা মারে টোটোটিকে। প্রবল সেই ধাক্কায় দল পাকিয়ে যায় টোটোটি। সেটির পেছনে থাকা একটি বাইকও প্রবল ধাক্কায় ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। আহতদের রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয় আরও একজনের।

আরও পড়ুন-লোকাল ট্রেনের পর লালগোলা সহ বন্ধ হল দূরপাল্লার ট্রেন, জেনে নিন তালিকা 

রায়গঞ্জ মেডিক্যাল কলেজ(Raigunj Medical College) সূত্রে খবর, হাসপাতালে ভর্তি ২ জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিস ঘাতক লরিটিকে আটক করতে পারেনি। ঘটনার তদন্ত শুরু করেছে তারা।  দুর্ঘটনায় মৃতরা হলেন টোটো চালক স্বপন দাস (৪০) , পিঙ্কি দাস (৩২), ইশান দাস(২), অনির্বাণ বসাক (১৪) এবং পঞ্চমী দাস (১৫)।

 

Read More