Home> রাজ্য
Advertisement

আদিবাসী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্যাতিতা ছাত্রীর বাবা-মা অনেক দিন আগে মারা গিযেছেন। মোহনপুরে মামার বাড়িতেই বড় হয়েছে সে। স্থানীয় ফুলবাড়ি হাই স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ে ওই কিশোরী। বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ মাঠে গোরুকে জল খাওয়াতে যাওয়ার সময় প্রতিবেশী যুবক মোস্তাকিন জোর করে ওই কিশোরীকে সরষে ক্ষেতে তুলে নিয়ে যায় বলে অভিযোগ।

আদিবাসী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

নিজস্ব প্রতিবেদন: অষ্টম শ্রেণির এক আদিবাসী ছাত্রীকে ধর্ষণের ঘটনায় এক যুবককে গ্রেফতার করল পুলিস। ধৃতের নাম মোস্তাকিন মন্ডল (২২) ওরফে আপেল। বাড়ি গঙ্গারামপুর থানার মোহনপুর এলাকায়। অন্য দিকে নির্যাতিতা কিশোরী গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ পেয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিস।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্যাতিতা ছাত্রীর বাবা-মা অনেক দিন আগে মারা গিযেছেন। মোহনপুরে মামার বাড়িতেই বড় হয়েছে সে। স্থানীয় ফুলবাড়ি হাই স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ে ওই কিশোরী। বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ মাঠে গোরুকে জল খাওয়াতে যাওয়ার সময় প্রতিবেশী যুবক মোস্তাকিন জোর করে ওই কিশোরীকে সরষে ক্ষেতে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। সেখানে তাকে ধর্ষণ করে অভিযুক্ত যুবক।

আরও পড়ুন - বারুইপুর স্টেশন চত্বর থেকে গ্রেফতার তিন অস্ত্র ব্যবসায়ী, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র

এদিকে ঘটনায় ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানতে পারে পরিবারের লোকজন। স্থানীয় গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ওই কিশোরীকে। এদিকে গতকালই গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ করতে গেলে নির্যাতিতার পরিবারকে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। অবশেষে শুক্রবার স্থানীয় বিজেপি নেতা মানস সরকারের চেষ্টায় গঙ্গারামপুর থানার পুলিশ নির্যাতিতার পরিবারের অভিযোগ নেয়। এদিকে অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিস। অন্য দিকে নির্যাতিতা কিশোরী বর্তমানে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

প্রথম দিকে পুরো বিষয়টিকে পুলিস ধামাচাপা দিতে চেয়েছিল বলেও অভিযোগ স্থানীয়দের। পরে অবশ্য চাপে পড়ে অভিযোগ নেয় পুলিস।

Read More