Home> রাজ্য
Advertisement

Sourav Ganguly: মমতার ডাকে রাজ্যে বড় বিনিয়োগ করতে চলেছেন মহারাজ...

লন্ডন থেকে মাদ্রিদে। মুখ্যমন্ত্রীর বাণিজ্য় সম্মলনের মঞ্চে দেখা গেল প্রাক্তন ভারত অধিনায়ককে।

Sourav Ganguly: মমতার ডাকে রাজ্যে বড় বিনিয়োগ করতে চলেছেন মহারাজ...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সৌরভ গঙ্গোপাধ্যায় এবার শিল্পপতির ভূমিকায়! কীভাবে? 'আগামী ৪-৫ মাসের মধ্য়েই মেদিনীপুরে নতুন ইস্পাত কারখানা তৈরি করছি', স্পেনের মাদ্রিদ শহরে বাণিজ্য সম্মেলন মঞ্চে ঘোষণা করলেন প্রাক্তন ভারত অধিনায়ক স্বয়ং।

আরও পড়ুন: Justice Abhijit Ganguly: 'আদালতের সঙ্গে চালাকি করছে'! রাজ্যকে জরিমানা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের...

লক্ষ্য, রাজ্য়ে বিনিয়োগ আনা। স্পেন সফরে মুখ্যমন্ত্রী। মাদ্রিদের বাণিজ্য সম্মেলনের মঞ্চে মমতার সঙ্গে দেখা গেল সৌরভকেও। লন্ডন থেকে মাদ্রিদে এসেছেন মহারাজ। বাণিজ্য সম্মেলনে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী ও শিল্প সচিব বন্দনা যাদবকে ধন্য়বাদ জানান তিনি। ঘোষণা করেন, 'পশ্চিমবঙ্গে তৃতীয় ইস্পাত কারখানা তৈরি করার কাজ শুরু করেছি'।

সৌরভের কথায়, 'অনেকেই ভাবে আমি শুধু খেলেছি। কিন্তু ২০০৭ সালে এক ছোট স্টিল প্লান্ট দিয়ে যাত্রা শুরু করেছিলাম। আগামী ৪-৫ মাসের মধ্য়েই মেদিনীপুরে নতুন স্টিল পাল্ট তৈরির কাজ শুরু করছি। বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, ৪-৫ মাসেই গোটা প্রক্রিয়াটা শেষ হয়ে গিয়েছে।  ইস্পাত কারখানা গড়ে তোলার কাজে অনেক সাহায্য করেছেন মুখ্যমন্ত্রী। আশা করি, আগামী ১ বছরের মধ্য়েই কারখানা চালু হয়ে যাবে'।

আরও পড়ুন: Kolkata Fire: চাঁদনি চকে বহুতলে আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারপাশ....

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More