Home> রাজ্য
Advertisement

'বাবা সেরে উঠছেন দ্রুত, অহেতুক বিভ্রান্তি ছড়াবেন না', সংবাদমাধ্যমকে আবেদন সোমেন মিত্রর ছেলের

তিনি জানিয়েছেন, কিডনির সমস্যাজনিত কারণে বেলভিউ হাসপাতালে  সোমেনবাবুর ডায়ালিসিস চলছে এবং  চিকিৎসায় দ্রুত সাড়া পাওয়া যাচ্ছে।

'বাবা সেরে উঠছেন দ্রুত, অহেতুক বিভ্রান্তি ছড়াবেন না', সংবাদমাধ্যমকে আবেদন সোমেন মিত্রর ছেলের

নিজস্ব প্রতিবেদন: দ্রুত চিকিত্সায় সাড়া দিচ্ছেন সোমেন মিত্র। জানালেন তাঁর ছেলে রোহন মিত্র। তিনি জানিয়েছেন, কিডনির সমস্যাজনিত কারণে বেলভিউ হাসপাতালে  সোমেনবাবুর ডায়ালিসিস চলছে এবং  চিকিৎসায় দ্রুত সাড়া পাওয়া যাচ্ছে।

রোহন মিত্র সংবাদমাধ্যমের কাছে আবেদন জানিয়েছেন যাতে সোমেন মিত্রের শারীরিক অবস্থা সম্পর্কে অহেতুক বিভ্রান্তিকর খবর পরিবেশন না করা হয়। ছেলে জানিয়েছেন, শুক্রবার নিজের হাতে খাওয়ার খেয়েছেন তাঁর বাবা। ২-৩ দিনের মধ্যে তাঁকে ছেড়ে দেওয়াও হতে পারে বলে আশা করছেন তিনি।

আরও পড়ুন: গলিতে পড়ে থাকা কালো প্যাকেটকে আবর্জনা ভেবে নাক সিঁটকেছিলেন, ভিতরে যা ছিল তা ভাবাচ্ছে পুলিসকেও

শুক্রবার রাতে অসুস্থ হয়ে পড়েন সোমেনবাবু। প্রদেশ কংগ্রেসের তরফে জানানো হয়েছে, শরীরে ক্রিয়েটিনিনের মাত্র বেড়ে যাওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন। 
তাঁর শরীর থেকে অতিরিক্ত জল বার করে দেওয়া হয়েছে। ডায়ালিসিস হওয়ার কারণে তাঁর শরীর কিছুটা দুর্বল রয়েছে।

Read More