Home> রাজ্য
Advertisement

আরও প্যাঁচে গুরুং, দায়ের হল খুনের মামলা

আরও প্যাঁচে গুরুং, দায়ের হল খুনের মামলা

নিজস্ব প্রতিবেদন : আরও বিপাকে পড়লেন গোর্খা জনমুক্তি মোর্চা প্রধান বিমল গুরুং। এসআই অমিতাভ মালিকের মৃত্যুর ঘটনায় বিমল গুরুং এর বিরুদ্ধে দায়ের হল খুনের মামলা। পাশাপাশি অস্ত্র ও বিস্ফোরক আইনে দার্জিলিং থানায় এফআইআর দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। এছাড়াও এফআইআর-এ নাম রয়েছে গুরুং অনুগামী প্রকাশ গুরুং, প্রবীণ সুব্বা, দীপেন মালে, সুরজ থাপা-সহ মোট ২০ জনের।

গত শুক্রবার বাংলা সিকিম সীমান্তে গুরুং বাহিনীর ডেরায় অভিযান চালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান এসআই অমিতাভ মালিক। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র।

এদিকে ঘটনার পর থেকে লিম্বু বস্তির ওই প্রশিক্ষণ শিবির এখন ফাঁকা। তবে এই ঘটনার পর ৩০ অক্টোবর গুরুংয়ের পক্ষে প্রকাশ্যে আসা অসম্ভব বলেই মনে করছে ঘনিষ্ঠমহল।

আরও পড়ুন- অমিতাভ মালিকের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি বিজেপির

 

Read More