Home> রাজ্য
Advertisement

এমন পরীক্ষা আগে দিইনি, যার ফলাফলের অপেক্ষায় অন্য উদ্বেগ: Saayoni

 'এত পরীক্ষা দিয়েছি, স্কুল, কলেজে, ইন্টারস্কুল অ্যাক্টিভিটি, কম্পিটিশনে যোগ দিয়েছি, কিন্তু এরকম পরীক্ষা কোনদিন দিইনি'।

এমন পরীক্ষা আগে দিইনি, যার ফলাফলের অপেক্ষায় অন্য উদ্বেগ: Saayoni

নিজস্ব প্রতিবেদন: গণনা কেন্দ্রের বাইরে Zee 24 Ghanta-র সঙ্গে নিজস্ব প্রতিবেদন: আসানসোল-দক্ষিণের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। এদিন হলুদ শাড়িতে গণনাকেন্দ্রে উদ্বেগে দেখা গেল তাঁকে।  ফলের অপেক্ষায় তিনি। কথা বললেন, ZEE 24 Ghanta-র সঙ্গে।

মা বাবাকে স্মরণ করছেন  সায়নী ঘোষ। তিনি বলেন, 'এত পরীক্ষা দিয়েছি, স্কুল, কলেজে, ইন্টারস্কুল অ্যাক্টিভিটি, কম্পিটিশনে যোগ দিয়েছি, কিন্তু এরকম পরীক্ষা কোনদিন দিইনি। আমি নিশ্চিত যে, এইটা দিয়ে আমার পথ চলা শুরু হল। বাবা মায়ের চূডা়ন্ত টেনশন হচ্ছে। বারবার করে ফোনে খবর নিচ্ছে। দুজনেরই শরীরটা ভাল নেই। তাই আসানসোল থেকে কলকাতা যাওয়া আসা করতে হয়েছে। আমার বাবা মায়ের যত বয়স হচ্ছে, তাঁরা তত বাচ্চা হয়ে যাচ্ছে। যাই হোক, আশা করছি তাঁদের ও মানুষের আশীর্বাদে, আমি জিতব'।

আরও পড়ুন: Live 2021: উৎকণ্ঠা চরমে! গণনাকেন্দ্রের থেকে নির্বাচনের ফলাফলের সব খবর

প্রসঙ্গত, শুরু হয়েছে ভোট গণনা। বলা যায়, বিধানসভা মসনদ কার দখলে সেটি দেখতে চূড়ান্ত ফলাফলে দিকে তাকিয়ে গোটা দেশ। বিজেপি বলেছিল, 'আসল পরিবর্তন'। 'বাংলা নিজের মেয়েকেই চায়' বলে মাঠে নেমেছিল তৃণমূল। আর এক দল বলেছে, 'বিকল্প আমরাই'। 

Read More