Home> রাজ্য
Advertisement

পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে আমডাঙায় হিংসার ঘটনায় রাজস্থান থেকে গ্রেফতার মূল অভিযুক্ত

রাজস্থানের আজমেড় শরিফ থেকে জাকির বুল্লুককে গ্রেফতার করে আমডাঙা থানার বিশেষ তদন্তকারী দল।

পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে আমডাঙায় হিংসার ঘটনায় রাজস্থান থেকে গ্রেফতার মূল অভিযুক্ত

নিজস্ব প্রতিবেদন : পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে ২৮ অগাস্ট রাতে রণক্ষেত্র হয়ে ওঠে আমডাঙা।  শাসক-বিরোধী সংঘর্ষে প্রাণ হারান ২ তৃণমূল কর্মী ও ১ সিপিএম কর্মী। আহত হন কমপক্ষে ১৬ থেকে ১৭ জন। সেই ঘটনার ১৮ দিনের মাথায় গ্রেফতার হল হিংসার ঘটনায় মূল অভিযুক্ত জাকির বুল্লুক।

আরও পড়ুন, বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতো খুনে গ্রেফতার তৃণমূলের প্রাক্তন জেলা সভাধিপতির ছেলে

শনিবার সকালে রাজস্থানের আজমেড় শরিফ থেকে জাকির বুল্লুককে গ্রেফতার করে আমডাঙা থানার বিশেষ তদন্তকারী দল। সূত্রের খবর, ট্রানজ়িট রিমান্ডে জাকিরকে ১-২ দিনের মধ্যেই কলকাতায় নিয়ে আসা হবে। তবে গ্রেফতারি নিয়ে পুলিস কোনও মুখ খোলেনি।

আরও পড়ুন, পঞ্চায়েতের বোর্ডগঠনে ফের অশান্তি কোচবিহারে, তিরবিদ্ধ ৩ সিভিক ভলান্টিয়ারসহ ৭

২৮ অগাস্ট মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই আমডাঙার একাংশে শুরু হয় বোমাবাজি। বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে বোমাবাজি চলে। চলে গুলিও। রণক্ষেত্রের চেহারা নেয় আমডাঙার বহিসগাছি ও তারাবেড়িয়া এলাকা। সংঘর্ষে প্রাণ হারান নাসির হালদার, কুদ্দুস গনির নামে ২ তৃণমূল কর্মী। পরে হাসপাতালে মৃত্যু হয় মুজফ্ফর আহমেদ নামে ১ সিপিএম কর্মীর।

Read More