Home> রাজ্য
Advertisement

আরামবাগে বিজেপি কর্মীদের অবরোধ লাঠিচার্জ করে তুলে দিল পুলিস

লাঠিচার্জের সময়েই হেমন্ত বাগ ও আরও কয়েকজন বিজেপি নেতা-কর্মীকে আটক করে পুলিস।

আরামবাগে বিজেপি কর্মীদের অবরোধ লাঠিচার্জ করে তুলে দিল পুলিস

নিজস্ব প্রতিবেদন: আরামবাগের মায়াপুরে বিজেপি কর্মীদের অবরোধ লাঠিচার্জ করে তুলে দিল পুলিস। প্রচুর সংখ্যক পুলিস ও ​র‌্যাফ নামিয়ে বনধ সমর্থকদের তুলে দেওয়া হয়। লাঠিচার্জের সময়ে আরামবাগের ৩৮ নম্বর জেলা পরিষদ এলাকার বিজেপি সভাপতি হেমন্ত বাগকে আটক করে পুলিস। এছাড়া আরও কয়েকজন বিজেপি কর্মীকে আটক করা হয়।

সূত্রের খবর, রাস্তা বন্ধের জন্য ফেলে রাখা চেয়ার ছুঁড়ে রাস্তা সচল করে দেয় পুলিস। সেই সঙ্গে লাঠি নিয়ে বনধ সমর্থকদের তাড়া করা হয়। লাঠিচার্জ থেকে বাঁচতে ছুটতে শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকরা। লাঠিচার্জ করে পুরো এলাকা ফাঁকা করে দেন পুলিসকর্মীরা। অবরোধ তুলে রাস্তা সচল করে দেওয়া হয়। এর পরেই চলতে শুরু করে অবরোধে দাঁড়িয়ে থাকা ট্রাক-লরি। লাঠিচার্জের সময়েই হেমন্ত বাগ ও আরও কয়েকজন বিজেপি নেতা-কর্মীকে আটক করে পুলিস।

আরও পড়ুন: ধর্ষণের মামলায় জামিন পেয়ে ফের ধর্ষণের চেষ্টা উত্তর দিনাজপুরে, আশঙ্কাজনক যুবতী

বিজেপি কর্মীদের অভিযোগ, তাঁদের দলের একনিষ্ঠ কর্মী আমির আলি খানের মৃত্যুর পেছনে ছিল শাসক দল আশ্রিত দুস্কৃতিদের হাত। তারই প্রতিবাদে এই বন্ধ ডাকে তারা। পুলিসের লাঠিচার্জে অবরোধ উঠে গেলেও তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান।

Read More