Home> রাজ্য
Advertisement

বালি-গাড়ি থেকে তোলাবাজি, মাঝরাস্তায় চালককে মারধরে অভিযোগ পুলিসের বিরুদ্ধে

চালকদের অভিযোগ, মাসিক হিসেবে দশ হাজার টাকা চায় পুলিস। তা দিতে না চাইলে থানা থেকে বাপ্পা বলে একজনকে ডাকা হয়।

বালি-গাড়ি থেকে তোলাবাজি, মাঝরাস্তায় চালককে মারধরে অভিযোগ পুলিসের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদন: বালিগাড়ি থেকে টাকা তোলার অভিযোগ। পুলিসের গাড়ি আটকে বিক্ষোভ বিজেপি প্রার্থীর। পশ্চিম মেদিনীপুরের পিংলার রমনা এলাকার ঘটনা। গতকাল রাতে প্রচার সেরে বাড়ি ফিরছিলেন বিজেপি প্রার্থী অন্তরা ভট্টাচার্য। তাঁর অভিযোগ, পথে তিনি দেখেন বালিগাড়ির এক চালককে থানার এক কর্মী মারধর করছে। পাশেই দাঁড়িয়েছিল পুলিসের গাড়ি। 

আরও পড়ুন: West Bengal Election 2021: পুরসভার অফিস থেকে টাকা বিলি, অভিযুক্ত এগরার পুরপ্রশাসক

চালকদের অভিযোগ, মাসিক হিসেবে দশ হাজার টাকা চায় পুলিস। তা দিতে না চাইলে থানা থেকে বাপ্পা বলে একজনকে ডাকা হয়। বাপ্পা এসে মারধর শুরু করে চালকদের। এদিন ঘটনার পর বিজেপি কর্মী সমর্থকরা হট্টগোল শুরু করতেই পালায় বাপ্পা। তার ক্ষমা চাওয়ার দাবিতে প্রায় ঘণ্টাদুয়েক ধরে বিক্ষোভ চলে। যদিও পুলিসের দাবি অভিযুক্ত যুবক পুলিসকর্মী নয়, থানায় কাজ করে। 

Read More