Home> রাজ্য
Advertisement

ইসলামপুরে যাত্রী বিক্ষোভের মুখে ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেস

ঘটনার জেরে প্রায় এক ঘণ্টা বাদে ছাড়ে ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেস।

ইসলামপুরে যাত্রী বিক্ষোভের মুখে ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদন: ট্রেনের কামরা দখল করে দরজা আটকে হুজ্জুতি যুবকদের। রাতে ইসলামপুরে যাত্রী বিক্ষোভের মুখে ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেস। ধৈর্যের বাঁধ ভাঙে যাত্রীদের। আলুয়াবাড়ি জংশনে কামরায় ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা, চলে অবরোধ। ট্রেনের পর স্টেশনে যাত্রী উঠতেও বাধা দেয় ওই যুবকরা। অনুরোধ উপরোধেও কাজ হয়নি। উল্টে গালিগালাজ, রাজনৈতিক স্লোগান ছুড়ে দেওয়া হয় যাত্রীদের উদ্দেশে। এরপরই খবর পেয়ে ছুটে আসে আরপিএফ। ঘটনার জেরে প্রায় এক ঘণ্টা বাদে ছাড়ে ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আরও পড়ুন- দুর্গাপুরে খুন প্রাক্তন শিক্ষক! আপত্তিকর অবস্থায় দেখে ফেলাতেই কি বিপত্তি?

এদিকে, উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জের দোলঞ্চায় নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল তিন কিশোরী। দুই কিশোরীকে উদ্ধার করা সম্ভব হলেও একজন এখনও নিখোঁজ। নিখোঁজ কিশোরীর খোঁজে নদীতে তল্লাসি চালানো হচ্ছে। খবর দেওয়া হয়েছে SDRF-কে। জানা গিয়েছে, ইসলামপুর থানার রামগঞ্জ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাবরামগাছ এলাকায় তিন কিশোরী স্থানীয় দোলঞ্চা নদীতে স্নান করতে নামে। কিছুক্ষনের মধ্যেই গভীর জলে তলিয়ে যায় তাঁরা। এদের মধ্যে কোহিনুর খাতুন নামে  একজনকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুঘন্টা বাদে রোশনারা খাতুন নামে আরও একজনকে উদ্ধার করা হয়। তাকেও ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এদিকে এখনও নিখোঁজ আজমিরা খাতুন। তার খোঁজে নদীতে তল্লাশি চালানো হচ্ছে। গভীর রাত পর্যন্ত উদ্ধারকাজ চললেও তৃতীয় কিশোরীর খোঁজ মেলেনি। উদ্ধারকারী দল রাতেও তল্লাশি চালিয়েছে। আরও পড়ুন- ডিলিট করলেও মোবাইলে ফিরে আসছে ‘মোমো’, কালিয়াগঞ্জে আতঙ্কে কিশোরের পরিবার

Read More