Home> রাজ্য
Advertisement

মনোনয়ন জমার সময়সীমা আরও একদিন বাড়াল নির্বাচন কমিশন

আগামীকালও সমস্ত জেলায় মনোনয়ন পত্র গ্রহণ করা হবে। সমস্ত এসডিও এবং বিডিও অফিসে আগামী কাল মনোনয়ন পত্র জমা নেওয়া হবে।

মনোনয়ন জমার সময়সীমা আরও একদিন বাড়াল নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদন : মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য আরও এক দিন বাড়িয়ে দিল নির্বাচন কমিশন। অর্থাত, আগামীকালও সমস্ত জেলায় মনোনয়ন পত্র পেশ করা যাবে। সমস্ত এসডিও এবং বিডিও অফিসে আগামী কাল মনোনয়ন পত্র জমা নেওয়া হবে।

সোমবার পর্যন্ত যেভাবে মনোনয়ন পত্র জমা নেওয়া হয়, সেই পদ্ধতিতেই আগামীকালও মনোনয়ন পত্র জমা নেওয়া হবে বলে খবর। জানা যাচ্ছে, আগামীকাল সকাল ১১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত সমস্ত জেলায় মনোনয়ন পত্র জমা নেওয়া হবে। নির্বাচন কমিশনের তরফে ইতিমধ্যেই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এদিকে পশ্চিমঙ্গের পঞ্চায়েত নির্বাচনে হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট। কিন্তু, সুষ্ঠুভাবে নির্বাচন করতে কমিশনকে সোমবার সাংবিধানিক দায়বদ্ধতা স্মরণ করায় শীর্ষ আদালত। পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিজেপির করা মামলায় সোমবার শীর্ষ আদালত স্পষ্ট জানায়, এ বিষয়ে কোনও হস্তক্ষেপ করবে না তারা। যদি কোনও প্রার্থী নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ জানান, তাহলে তত্ক্ষণাত্ পদক্ষেপ করতে হবে কমিশনকে। 

Read More