Home> রাজ্য
Advertisement

মমতাকে হুমকি বিজেপি নেতার, নিন্দায় দিলীপ-রূপা

কাউকে ব্যক্তিগত আক্রমণ করা ঠিক নয়, বললেন দিলীপ ঘোষ। রূপা গঙ্গোপাধ্যায়ের কথায়, ''এটা অত্যন্ত নিন্দাজনক। সমর্থন করছি না।''

মমতাকে হুমকি বিজেপি নেতার, নিন্দায় দিলীপ-রূপা

নিজস্ব প্রতিবেদন: পদ্মাবতী বিতর্কে মুখ্যমন্ত্রীর নাক কাটার হুমকি দিয়েছেন হরিয়ানার বিজেপি নেতা সুরজ পাল আমু। আর তা নিয়ে বেজায় চাপে রাজ্য বিজেপি নেতৃত্ব। আমুর মন্তব্যের কড়া নিন্দা করতে একপ্রকার বাধ্য হলেন দিলীপ ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়রা। 

এদিন উলুবেড়িয়ায় দলীয় জনসভা শেষে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন,''আমি জানি না কোন ধরনের রাজনীতি। কাউকে ব্যক্তিগত আক্রমণ করা ঠিক নয়। কোনও মহিলাকে এমনটা বলাও শোভনীয় নয়।''  আমুর মন্তব্যের নিন্দা করেও মমতাকে বিঁধেছেন রূপা গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়,''এটা অত্যন্ত নিন্দাজনক। সমর্থন করছি না। তবে পদ্মাবতী নিয়ে রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেটাও ভুল। দুটো ভুল কখনও ঠিক হতে পারে।''

আরও পড়ুন- ''বিজেপিকে বলছি ভাল কোচ দেখুন'', মুকুলের নাম না করে খোঁচা পার্থর

রাজনৈতিক মহলের মতে, রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে এমন মন্তব্য বঙ্গ রাজনীতিতে বিপাকে ফেলেছে বিজেপিকে। এমন ফতোয়াবাজির নেতিবাচক প্রভাব পড়তে পারে বাংলার জনমানসে। আর তাই নিন্দা করা ছাড়া অন্য পথ ছিল না রাজ্য বিজেপির।    

আরও পড়ুন- দুই 'রাজনৈতিক উদ্বাস্তু'র মিলনের সাক্ষী রইল উলুবেড়িয়ায় বিজেপির মঞ্চ

শুক্রবার পদ্মাবতী ছবির কলাকুশলী ও পরিচালককে রাজ্যে স্বাগত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি প্রদর্শনের সমস্ত বন্দোবস্ত করে দেওয়ার আশ্বাসও দেন। মমতার এই মন্তব্যের পরই শনিবার হরিয়ানার বিতর্কিত বিজেপি নেতা সুরজ পাল আমুর হুমকি, ''শয়তানের মতো আচরণ করলে কোনও মহিলার পরিণতি সুর্পণখার মতো হবে। এটা মনে রাখা উচিত মমতার।'' তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের পাল্টা বলেন, ''এই ধরনের মন্তব্য অর্ধশিক্ষিতরাই করতে পারে। ক্ষমা চান। ওঁর ওপর নজর রাখছি আমরা। বাংলার মানুষ এর জবাব দেবে।'' 

 

Read More