Home> রাজ্য
Advertisement

Darjeeling Tax: ঘুরতে গেলেই কাটা হবে বিল, দার্জিলিং-এ বসছে এবার ট্যাক্স

এই বিষয়ে দার্জিলিং মিউনিসিপ্যালটির চেয়ারম্যান দীপেন ঠাকুরি জানান, ‘এটা কোনও নতুন বিষয় না। প্রায় তিরিশ বছর ধরে এই কর পর্যটকদের কাছ থেকে নেওয়া হয়েছে। মাঝখানে কিছুদিন এই প্রক্রিয়া বন্ধ ছিল। জিএনএলএফের আমলেও নেওয়া হয়েছে,  বিমল গুরুংদের আমলেও নেওয়া হয়েছে। তখনও কুড়ি টাকাই ছিল, এখনও কুড়ি টাকাই রয়েছে’।

Darjeeling Tax: ঘুরতে গেলেই কাটা হবে বিল, দার্জিলিং-এ বসছে এবার ট্যাক্স
Updated: Nov 27, 2023, 07:28 PM IST

জি ২৪ ঘণ্টা ডীজিটাল ব্যুরো: এবার ট্যাক্সের গেরো রাজ্যের মধ্যেই। জানা গিয়েছে দার্জিলিংয়ে ভ্রমণে যেতে হলে এবার থেকে দিতে হবে অতিরিক্ত কর।

জানা গিয়েছে দার্জিলিং ভ্রমণে গেলে এবার থেকে দিতে হবে অতিরিক্ত কর। ইতিমধ্যেই দার্জিলিং মিনিউসিপ্যালিটির তরফ থেকে এই সিদ্ধান্ত বিভিন্ন হোটেল মালিক ও পর্যটন ব্যাবসায়ীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। মাথা পিছু ২০ টাকা করে কর ধার্য করেছে দার্জিলিং মিউনিসিপ্যালিটি।

দার্জিলিং মিউনিসিপ্যালটির চেয়ারম্যান দীপেন ঠাকুরির বক্তব্য অনুযায়ী, মূলত জঞ্জাল অপসারণ বিভাগ বা কনজার্ভেন্সির জন্যই এই অতিরিক্ত কর। যদিও পর্যটন সংস্থা গুলোর অভিযোগ, কোনও রকম আলোচনা না করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর করের কুপনও ইতিমধ্যেই হোটেলগুলোতে পৌঁছে গিয়েছে।

আরও পড়ুন: Weather: কলকাতায় মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা উত্তরে!

এই বিষয়ে দার্জিলিং মিউনিসিপ্যালটির চেয়ারম্যান দীপেন ঠাকুরি জানান, ‘এটা কোনও নতুন বিষয় না। প্রায় তিরিশ বছর ধরে এই কর পর্যটকদের কাছ থেকে নেওয়া হয়েছে। মাঝখানে কিছুদিন এই প্রক্রিয়া বন্ধ ছিল। জিএনএলএফের আমলেও নেওয়া হয়েছে,  বিমল গুরুংদের আমলেও নেওয়া হয়েছে। তখনও কুড়ি টাকাই ছিল, এখনও কুড়ি টাকাই রয়েছে’।

তিনি আরও বলেন, ‘মূলত কঞ্জার্ভেন্সি বা জঞ্জাল অপসারণ বিভাগে ব্যায় করার জন্যই এই কর। পাহাড়ে পর্যটকদের শুষ্ঠ পরিষেবা দিতে এই কর। সকলের সঙ্গে আলোচনা করে বৈঠকে সিদ্ধান্ত পাশ হয়েছে। বিগত আমলে এই করের কোনও হিসেব ছিল না। কিন্তু এবার তা হিসেব থাকবে। রীতিমতো টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ করে কাজ হচ্ছে’।

আরও পড়ুন: Elephants Death: তিন হাতিকে 'হত্যার' দায়ে আস্ত মালগাড়ি 'বাজেয়াপ্ত' করল বন দফতর!

অন্যদিকে হিমালয়ান হসপিটালিটি এন্ড ট্যুরিজম ডেভলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট স্যানাল জানান, ‘আগেও এই কর নেওয়া হতো। এটা নতুন নয়। তবে মাঝে বহু বছর তা বন্ধ ছিল। আমরাও একটা নোটিফিকেশন পেয়েছি। কিন্তু বিস্তারিত এখনই কিছু জানিনা। হোমস্টের ক্ষেত্রে কী, বা হোটেলের ক্ষেত্রে কী পরিকল্পনা তা সম্পূর্ণ জেনে উঠতে পারিনি। তবে এই সিদ্ধান্ত নেওয়ার আগে সকলের সঙ্গে বৈঠক করলে হয়ত ভালো হত। যদিও কর শুধুমাত্র দার্জিলিংয়ের ক্ষেত্রেই সীমাবদ্ধ’।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)