Home> রাজ্য
Advertisement

রাজনৈতিক হিংসার বলি হওয়া মানুষদের শ্রদ্ধার্ঘ, নন্দীগ্রাম দিবসে লিখলেন মুখ্যমন্ত্রী

নন্দীগ্রাম দিবসের সকালে টুইট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজনৈতিক হিংসার বলি হওয়া মানুষদের শ্রদ্ধার্ঘ, নন্দীগ্রাম দিবসে লিখলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন- ''ভুলতে পারি নিজের নাম, ভুলবো না তো নন্দীগ্রাম..."। মঙ্গলবার সকাল যেন এই স্লোগানেই শুরু হল। আজ নন্দীগ্রাম দিবস। নন্দীগ্রামে আজ শহীদ দিবস পালন করবে তৃণমূল। নন্দীগ্রামের জমি আন্দোলনের নেতা শেখ সুফিয়ান, রাজ্যের মন্ত্রী পূর্ণেন্দু বসুর উপস্থিত থাকার কথা। এছাড়া পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি শিশির অধিকারীও থাকবেন বলে জানা যাচ্ছে। আজ নন্দীগ্রামের হাজরাকাটায় শহীদ দিবস পালন করবে তৃণমূল।

নন্দীগ্রাম দিবসের সকালে টুইট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি লিখলেন, ''আজ নন্দীগ্রাম দিবস। নতুন সূর্যোদয়ের নামে মানুষের উপর বর্বরোচিত আক্রমণের ১৩ বছর পূর্তি। রাজনৈতিক হিংসায় সারা বিশ্বে প্রাণ হারানো প্রতিটি মানুষের প্রতি আমার শ্রদ্ধার্ঘ রইল। দিনের শেষে শান্তির জয় হব। এই আশা রাখি।'' আজ নন্দীগ্রামে সারাদিন একাধিক কর্মসূচি পালন করবেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। শহীদ বেদিতে মালা দেওয়া থেকে শুরু করে  জনসভায় বক্তৃতা, স্মরণসভায় যোগদান, আজ সারাদিন নন্দীগ্রামে ব্যস্ততার মধ্যে থাকার কথা শুভেন্দু অধিকারীর।

fallbacks

আরও পড়ুন-  জল্পনাই সত্যি হল, এবছর পৌষ মেলা বন্ধের সিদ্ধান্তে সিলমোহর দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ

নন্দীগ্রামের জমি আন্দোলনের নেতা শেখ সুফিয়ানের দাবি, আজ তৃণমূলের সভায় নন্দীগ্রামের কয়েক হাজার মানুষ উপস্থিত থাকবেন। এমনকী নন্দীগ্রামে রাজনৈতিক হিংসায় প্রাণ হারানো মানুষদের পরিবারের লোকেরাও এই সভায় হাজির থাকবেন বলে জানিয়েছেন তিনি।

Read More