Home> রাজ্য
Advertisement

মোর্চার বিক্ষোভে জ্বলছে পাহাড়, পুলিসের উপর ইটবৃষ্টি

মোর্চার বিক্ষোভে ফের জ্বলল পাহাড়। পরের পর গাড়ি জ্বলল। জ্বালিয়ে দেওয়া হল পুলিসের বুথ। জ্বলল মুখ্যমন্ত্রীর কুশপুতুল। দেদার চলল ভাঙচুর। গোলাগুলির মতো ইটবৃষ্টি হল পুলিসের ওপর। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনার সাহায্য চেয়েছে রাজ্য।

মোর্চার বিক্ষোভে জ্বলছে পাহাড়, পুলিসের উপর ইটবৃষ্টি

ওয়েব ডেস্ক : মোর্চার বিক্ষোভে ফের জ্বলল পাহাড়। পরের পর গাড়ি জ্বলল। জ্বালিয়ে দেওয়া হল পুলিসের বুথ। জ্বলল মুখ্যমন্ত্রীর কুশপুতুল। দেদার চলল ভাঙচুর। গোলাগুলির মতো ইটবৃষ্টি হল পুলিসের ওপর। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনার সাহায্য চেয়েছে রাজ্য।

fallbacks

বাংলা ভাষাকে ইস্যু করে প্রথমে ভানু ভবনের সামনে অনশনে বসেন মোর্চা প্রধান বিমল গুরুং। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল রাজভবনের দিকে এগোতে চেষ্টা করলেই পুলিস বাধা দেয়। রাজভবনেই রয়েছেন মুখ্যমন্ত্রী সহ রাজ্য মন্ত্রিসভার ৩০ জন সদস্য। মুহূর্তে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। বাধা পেয়ে জঙ্গি আক্রমণের দিকে যায় মোর্চা।

আরও পড়ুন, 'বাংলা ভাষাকে ঐচ্ছিকও করা যাবে না', পাহাড়ে বিক্ষোভ মোর্চার

Read More