Home> রাজ্য
Advertisement

পূর্ত দফতরে মিরজাফর আছে, বৈঠকে ক্ষোভ উগরে দিয়ে বললেন মন্ত্রী অরূপ বিশ্বাস

মাঝেরহাট সেতু বিপর্যয়ের এক সপ্তাহ পর মঙ্গলবার নবান্নে পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারদের নিয়ে বৈঠকে বসেন তিনি। বলেন, দফতরে কিছু মিরজাফর রয়েছে। দফতরে বসে দফতরেরই ক্ষতি করছেন তাঁরা। এদের চিহ্নিত করতে সিআইডি তদন্ত হবে। 

পূর্ত দফতরে মিরজাফর আছে, বৈঠকে ক্ষোভ উগরে দিয়ে বললেন মন্ত্রী অরূপ বিশ্বাস

নিজস্ব প্রতিবেদন: সেতু বিপর্যয়ে এবার বিভাগেরই একাংশের ইঞ্জিনিয়ারদের কাঠগড়ায় তুললেন পূর্ত মন্ত্রী অরূপ বিশ্বাস। মঙ্গলবার নবান্নে এক বৈঠকে একথা মন্ত্রী মশাই বলেন, দফতরে কিছু মিরজাফর আছে। তাদের বিরুদ্ধে সিআইডি তদন্ত হবে। 

মাঝেরহাট সেতু বিপর্যয়ের এক সপ্তাহ পর মঙ্গলবার নবান্নে পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারদের নিয়ে বৈঠকে বসেন তিনি। বলেন, দফতরে কিছু মিরজাফর রয়েছে। দফতরে বসে দফতরেরই ক্ষতি করছেন তাঁরা। এদের চিহ্নিত করতে সিআইডি তদন্ত হবে। 

গত মঙ্গলবার দক্ষিণ কলকাতার মাঝেরহাটে ভেঙে পড়ে উড়ালপুল। ঘটনায় ৩ জনের প্রাণ গিয়েছে। সেতু ভেঙে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বেহালা-সহ দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা। এর পরই সেতুভঙ্গের দায় বাম সরকারের ওপর ঠেলেন মুখ্যমন্ত্রী। বলেন, ব্রিজ তৈরি হয়েছিল কংগ্রেস জমানায়, তার পর বামেরা ছিল ক্ষমতায়।  

রাজ্যে লিটার পিছু ১ টাকা কমল পেট্রোল-ডিজেলের দাম, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর

এদিনের বৈঠকে মন্ত্রী মশাই রাজ্যের সেতুগুলির দিকে কড়া নজর রাখতে নির্দেশ দেন ইঞ্জিনিয়ারদের। বলেন, দুর্বল সেতুর তালিকা তৈরি করে অবিলম্বে পাঠাতে হবে দফতরে। ঠিক করতে হবে সেতুগুলির স্বাস্থ্য উদ্ধারের পরবর্তী কর্মসূচি।  

Read More