Home> রাজ্য
Advertisement

রবিবার পাহাড়ে গৌতম দেব ও অনীক থাপার জোড়া শান্তি মিছিল

রবিবার পাহাড়ে গৌতম দেব ও অনীক থাপার জোড়া শান্তি মিছিল

ওয়েব ডেস্ক : পাহাড়কে স্বাভাবিক ছন্দে ফেরাতে ফের একবার ময়দানে নামল বিক্ষুব্ধ মোর্চা নেতা অনীক থাপা। সেই সঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকেও একই উদ্যোগ নেওয়া হচ্ছে। রবিবার নতুন করে শক্তি প্রদর্শনের জন্য কার্শিয়াংয়ের তিনধরিয়াতে সভা করবেন বিনয় তামাংপন্থী মোর্চা নেতা অনীক থাপা। অন্যদিকে, মিরিকের পানিঘাটা এলাকায় শান্তি মিছিল করবেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। 

গোর্খাল্যান্ডের দাবিতে পাহাড়ের বনধ অব্যহত রাখার পক্ষে বার বার হুমকি দিয়ে চলেছেন মোর্চা সুপ্রিমো বিমল গুরুং। সেখানে দাঁড়িয়ে বিনয় তামাংয়ের নেতৃত্বে মোর্চার একাংশ সেই হুমকিকে অগ্রাহ্য করে পাহাড়কে স্বাভাবিক ছন্দে ফেরানোর পক্ষে সওয়াল তুলেছেন। যদিও, এর ফলে বিমল গুরুংয়ের কোপের মুখে পড়তে হয়েছে বিনয় তামাং ও অনীক থাপাকে। 

তারপরও পিছু না হঠে পাহাড়ে দফায় দফায় শান্তি মিছিল ও সভা করে চলেছেন এই দুই বিক্ষুব্ধ নেতা। অন্যদিকে গাড়িধুড়ায় সাফল্য পাওয়ার পর রবিবার পানিঘাটায় ফের শান্তি মিছিল করবেন গৌতম দেব।

আরও পড়ুন- পাহাড়ে খুলল ব্যাঙ্ক, ইন্টারনেট কানেকশন না থাকায় কাজ হল না কিছুই

Read More